Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বাবার কেনা নতুন গাড়ি চালিয়ে বন্ধুদের নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন ৷ আর বাড়ি ফেরা হল না দীপেশ আগরওয়ালের ৷ তাঁর সঙ্গেই প্রাণ গেল দুই বন্ধুরও ৷ রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী গাড়িতে গিয়ে ধাক্কা মারে দীপেশদের গাড়ি ৷ মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় ৷ গাড়িতে আটকে থাকা অবস্থায় ঝলসে গেলেন তিনজন ৷ এমনই ভয়াবহ ঘটনা ঘটেছে হায়দরাবাদের আউটার রিং রোডে ৷
পুলিশ সূত্রে খবর, হায়দরাবাদের বাহাদুরপুরা হাউসিং বোর্ড কলোনির বাসিন্দা রীতেশ আগরওয়াল সম্প্রতি একটি গাড়ি কেনেন ৷ শুক্রবার রাত 11টা নাগাদ নতুন গাড়ি নিয়ে বন্ধুদের সঙ্গে দেখা করতে যান তাঁর ছেলে দীপেশ (23) ৷ বাড়ি থেকে বেরিয়ে প্রথমে করওয়ান বিজয়নগর কলোনির বাসিন্দা সঞ্চয় মালপানি (22)-এর সঙ্গে দেখা করেন ৷ তারপর প্রগতি নগরের বাসিন্দা প্রিয়াংস মিত্তাল (23)-এর সঙ্গে দেখা হয় দু’জনের ৷ এরপর আউটার রিং রোডে ধরে সামসাবাদ থেকে ঘাটকেশরের দিকে এগোতে থাকেন তাঁরা ৷
রাত 2টো নাগাদ গান্ডিচেরুভু ব্রিজের কাছে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মালবাহী গাড়িতে ধাক্কা মারে তাঁদের গাড়ি ৷ সঙ্গে সঙ্গে দীপেশের গাড়ির সামনের অংশে আগুন ধরে যায় ৷ নিমেষের মধ্য়ে গাড়ির বাকি অংশও চলে যায় ভয়াল আগুনের গ্রাসে ৷ দৃশ্যটি নজরে পড়া মাত্রই দীপেশদের সাহায্যে এগিয়ে আসেন মালবাহী গাড়ির চালক ৷ গাড়ি দুটিকে আলাদা করার চেষ্টা করেন তিনি ৷ কিন্তু কাজের কাজ হয়নি ৷
গাড়ি তখন দাউ দাউ করে জ্বলছে ৷ ভিতর থেকে বেরিয়ে আসার চেষ্টা চালাচ্ছেন তিন যুবক ৷ এমন দৃশ্য দেখে আশপাশের অনেকেই তাঁদের সাহায্য করতে এগিয়ে আসেন ৷ ততক্ষণে আগুন ভয়াবহ রূপ নিয়েছে ৷ তাই কেউই খুব একটা সাহায্য করতে পারেননি ৷ খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ আসে ৷ আগুন ততক্ষণে খানিকটা নিয়ন্ত্রণে ৷ স্থানীয়দের সাহায্য়ে বহু কষ্টে গাড়ি থেকে বের করা হয় প্রিয়াংসকে ৷ তখনও তাঁর দেহে প্রাণ ছিল ৷ গুরুতর দগ্ধ অবস্থায় স্থানীয় এলবি নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে ৷ চিকিৎসা চলাকালীন সেখানেই তাঁর মৃত্যু হয় ৷ বাকি দুজনের মৃত্যু হয়েছে গাড়িতেই ৷
দীপেশের বাবার অভিযোগ, দুর্ঘটনার দায় মালবাহী গাড়ির চালকের ৷ কৃষ্ণা নামে ওই ব্যক্তি জানতেন আউটার রিং রোডে মালবাহী গাড়ি ঢুকতে পারে না ৷ নো-এন্ট্রি আছে জানার পরও তিনি ওই রাস্তায় প্রবেশ করেন এবং রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে রাখেন ৷ তার জন্যই এই দুর্ঘটনা ঘটেছে ৷ ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা জানতে পুলিশি তদন্ত শুরু হয়েছে ৷ এদিকে, পরিবার সূত্রে জানা গিয়েছে, দীপেশের বাবা রীতেশের ওষুধের ব্যবসা ৷ সেই ব্যবসাই দেখা শোনা করতেন দীপেশ ৷ অন্যদিকে, এমবিএ নিয়ে পড়াশোনা শেষ করে শেয়ার বাজারে ব্যবসা করতেন প্রিয়াংস মিত্তাল ৷
আরও পড়ুন:- রাজ্যে সামাজিক সুরক্ষা যোজনায় উপকৃত ৩৫ লক্ষ মানুষ । কি কি সুবিধা, কিভাবে আবেদন ? জেনে নিন