নতুন বছরে এইসব তারিখে করুন শুভ কাজ ! একনজরে দেখুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- নতুন বছরে এইসব তারিখে করুন শুভ কাজ ! গত বছর নানা সমস্যা পার করে নানা রকম প্রতিকূলতাকে কাটিয়ে আমরা নতুন এক বছরে পদার্পন করেছি। তাই নতুন বছর শুরু হওয়ার আগে আমরা সকলে ভেবে থাকি ভালো দিন দেখে নতুন কাজ করব। অর্থাৎ জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী অনেক শুভ দিন আছে যেদিন আপনি নানারকম কাজ শুরু করতে পারবেন।

এক নজরে দেখুন ——

১. চলতি জানুয়ারি মাসে আপনি যে সকল শুভ তারিখ পেতে চলেছেন সেগুলি ৫,৬,৮,১৪,১৭,২৬,৩০ এই দিন গুলোতে আপনি আপনার সব কাজ শুরু করতে পারবেন।

২. ফেব্রুয়ারি মাসের আপনি যে সকল শুভ তারিখ পেতে চলেছেন ১২,১৪,১৬,২০,২৩,২৮ । এই দিন গুলোতে করুন শুভ কাজ।

jonmokusti

৩. সামনে মার্চ মাসের ১,৯,১৪,২০,২১,২৪,২৬ দিন গুলিতে আপনার কাজ করতে পারেন। সব কাজের জন্য দিন গুলি শুভ।

৪. কিন্তু দুর্ভাগ্য হলো এপ্রিল মাসে শুভদিনে সংখ্যা মাত্র ৩ টি ১,১১,২০। তাই একটু বুঝে কাজ করুন।

৫. মে মাসের ৬,৮,১০,১২,১৬,১৮,২০,২১,৩০ এই দিনগুলিতে নতুন ব্যবসা ও অন্নান্ন কাজ শুরু করতে পারেন।

৬.  জুন মাসে ২,৩,১০,১২,১৫,১৬,২১,২২,২৫,২৭ এই দিনগুলোতে আপনি শুভ কাজ করতে পারেন।

৭. আগামী জুলাই মাসে রয়েছে ৩,৪,১৩,২২,২৫,২৬,৩১ এই দিন গুলি আপনার জন্য বেশ শুভ।

৮. ৬, ৭,৮,৯১২,১৬,২০,২৭,২৮ এই দিন গুলি অগাস্ট মাসে শুভ।

আরো পড়ুন :- আপনার হরস্কোপে এই সংযক থাকলে অর্থ ভাল আসবে

৯.  সেপ্টেম্বরে কর্মক্ষেত্রের জন্য ভালো দিন ৪,৮,১৩,১৪,১৭,১৯,২০,২২,২৫,২৬,২৯।

১০. ১,৯,১০,১২,১৪,১৫,১৮,২১,২৩,২৫,২৬ শারদীয়ার মাস হলো অক্টোবর তাই অনেক বেশি শুভ দিন।

১১. নভেম্বরে ২,৮,১০,১১,১২,২০,২২,২৩,২৪,২৬ গুলি শুভ দিন ও ৪,৫,১০, ১৩,১৫,১৮,১৯,২২,২৫,৩১ আগামী বছরের শেষ শুভ দিন।

এই দিন গুলিতে আপনি সব শুভ কাজ করুন।

Highlights

1. নতুন বছরে এইসব তারিখে করুন শুভ কাজ !

2. আপনি সব শুভ কাজ করুন

#Astro Tips #Horoscope

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন