নতুন বাড়ির রান্নাঘর থেকে হাড় হিম করা বার্তা পেলেন দম্পতি, তারপর কি ঘটলো ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- নতুন বাড়ি কিনেছেন। সেখানে উঠেও এসেছেন তাঁরা। নতুন বাড়ি কেনার পর সেটা সাজানোর কথা সকলেরই মাথায় আসে। এই দম্পতিও সাজিয়ে তুলছিলেন তাঁদের নতুন বাসস্থান। মাস খানেক সেখানে কেটেও গিয়েছিল।

একদিন ২ জনে রান্নাঘরটা কেমন করে সাজিয়ে ফেলা যায় তা নিয়ে রান্নাঘরেই আলোচনা করছিলেন। সেই সময় রান্নাঘরে থাকা একটি ক্যাবিনেট পরিস্কার করতে সেটি ফাঁকা করে ফেলেছিলেন মহিলা। তাঁর স্বামী তাঁর পাশেই দাঁড়িয়ে আলোচনা করছিলেন।

যেমন কাজ করতে করতে কথা বলা চলে তেমনই। সেই সময় ওই ক্যাবিনেটের মাথার কাছে একটি খাঁজে কাগজের একটা টুকরো রয়েছে বলে বুঝতে পারেন মহিলা।

তিনি সেটি টেনে বারও করেন। এমনিতে দেখে বোঝার উপায় নেই। হাত দিলেই বোঝা যাচ্ছিল যে সেখানে একটি কাগজের টুকরো রয়েছে।

বেশ অবাক হয়েই কাগজের টুকরোটি খোলেন তাঁরা। যাতে ইংরাজিতে লেখা ছিল ‘ডোন্ট লুক আন্ডার দ্যা ফ্লোর’। মেঝের নিচে না দেখতে বলে সতর্ক করা একটি বার্তা।

এই কাগজের টুকরোর অপর দিকে আবার একটি নম্বর লেখা। ১৪ সংখ্যার নম্বর। এমন বার্তা হাতে পাওয়ার পর যে কারও হাড় হিম হয়ে যাওয়ার কথা। তবে অতটা ভয় ওই দম্পতি পাননি।

বরং এটি ঠিক কি বার্তা দিতে চাওয়া সেটাই খোঁজার চেষ্টা করতে থাকেন তাঁরা। তবে এর কূলকিনারা কিছু বুঝে উঠতে পারেননি তাঁরা। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। ওই বার্তায় ঠিক কি বলতে চাওয়া হয়েছে তা অজানাই থেকে গেছে।

আরও পড়ুন:- সন্তানদের আমেরিকা বর্ডারে ছেড়ে চলে যাচ্ছে ভারতীয় বাবা-মা, কারণ জেনে নিন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন