Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- নতুন বাড়ি তৈরী করবেন ? নিজের সুখের নতুন বাড়ি তৈরির আগে অবশ্যই বাস্তু শাস্ত্র মেনে কাজ করা খুবই মঙ্গল জনক। আপনি বাস্তু মেনে বাড়ি তৈরি করলে কোন দিকে কোন ঘর করলে গৃহস্থের খুবই মঙ্গল হবে, আপনার আয়ের পথ আরও সুগম হবে। আপনার তৈরী সংসারে সুখ শান্তি বজায় থাকবে সেই সম্পর্কে জানা যায়। তাই বাড়ি তৈরির আগে এই বাস্তু মতের গুরুত্ব পূর্ণ টিপস গুলি মেনে চলুন।
এক নজরে দেখুন ——
১. আপনার বাড়ির ঈশান কোণে করবেন ঠাকুর ঘর। যেটা আপনার বাড়ির জন্য খুব শুভ হবে। সুখ শান্তি ও আর্থিক দিক ভালো হবে।
২. বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে জলের ট্যাঙ্ক রাখলে ভালো হয়।
৩. ঈশান কোণ সব সময় পরিষ্কার রাখবেন। টয়লেট বা ট্যাঙ্ক কোনো ভাবেই বানাবেন না ওই দিকে।
৪. আপনার বাড়ির অতিথি ও বিবাহযোগ্য সদস্যদের ঘর বাড়ির উত্তর পূর্ব দিকে করুন।
৫. বাড়ির উত্তর পূর্ব দিকে ফুল গাছ লাগাতে ভালো হবে।
৬. বাড়ির বড়ো দের বেড রুম করুন দক্ষিণ-পশ্চিম দিকে।
৭. আপনার বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে সিঁড়ি হলে খুবই সুবিধা হবে।
৮. বাড়ির উত্তর বা পূর্ব দিকে করুন সদর দরজা।
৯. দক্ষিণ পূর্ব দিক বা উত্তর-পশ্চিমে করুন রান্নাঘর।
আরো পড়ুন :- আয়ের তুলনায় ব্যায় বেশি বৃদ্ধি পেয়েছে ? ঘরোয়া উপায়ে দূর করুন এই সমস্যা
১০. ছোটদের ঘর, স্টোর রুম, ঠাকুর ঘর করুন দক্ষিণের মধ্যাংশে করুন।
এই সকল টিপস মেনে চলুন আর ভালো থাকুন।
Highlights
1. নতুন বাড়ি তৈরী করবেন ?
2. এই সকল টিপস মেনে চলুন আর ভালো থাকুন
#Vastu Tips #Astro