নয়াদিল্লিতে জোড়া বৈঠক শাহ-রাজনাথের, ফের কোনো বড় ধামকা ?

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : বৃহস্পতিরাতে রাতে ভারতের (India) প্রত্যাঘাতে খান খান পাকিস্তান (Pakistan)। পাকিস্তানের অন্তত  ১৬ টি পাক শহরে একযোগে চলে ভারতের অ্যাকশন। অন্যদিকে কোয়েটায় হামলা বালোচ আর্মি। সব মিলিয়ে ভয়ংকর চাপে ইসলামাবাদ। এই যুদ্ধকালীন পরিস্থিতিতে শুক্রবার সকালে দিল্লিতে তিন সেনার প্রধানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রয়েছেন সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান।

আরও পড়ুন : ভারত-পাকিস্তান সংঘাত আরও বাড়লে কী করবে আমেরিকা ? জানতে বিস্তারিত পড়ুন

শুধু রাজনাথ সিং (Rajnath Sing) নয়, একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা (Amit Shah)। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের এবং আইবি প্রধানের সঙ্গে বৈঠকে বেসেছেন শা। বিএসএফ এবং সিআইএসএফের প্রধানেরা ছাড়াও শায়ের সঙ্গে বৈঠকে রয়েছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানেরা। পাশাপাশি, স্বরাষ্ট্র মন্ত্রকের ঊর্ধ্বতন কর্তারাও শায়ের সঙ্গে আলোচনা করতে তাঁর বাসভবনে যান। সূত্র মারফৎ জানা গেছে, মূলত নিরাপত্তা নিয়ে আলোচনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী এই বৈঠক করছেন। এছাড়াও বিমানবন্দরের নিরাপত্তা নিয়েও পর্যালোচনা করছেন তিনি।

অন্যদিকে,  ভারতীয় সেনার তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক সেরেছেন রাজনাথ সিং। সূত্রের খবর, পরবর্তী পদক্ষেপ কী হতে পারে, সেই নিয়ে তিন সেনাবাহিনীর প্রধানের সঙ্গে আলোচনা করেছেন রাজনাথ। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ইতিমধ্যেই কথা বলেছেন গুজরাটের (Gujrat) মুখ্যমন্ত্রীর সঙ্গে। জানতে চেয়েছেন গুজরাটের ভারত-পাক সীমান্ত এলাকায় অবস্থিত জেলাগুলির পরিস্থিতি কি? সেখানে নিরাপত্তা কতটা জোরদার রয়েছে? এবং সাধারণ মানুষ সুরক্ষিত রয়েছেন কিনা।

আরো পড়ুন : পরমাণু হামলায় কীরকম ক্ষতির সম্ভাবনা? জানুন

আরও পড়ুন : ভারতের S-400 VS পাকিস্তানের HQ-9 ডিফেন্স সিস্টেম, কে কতটা এগিয়ে ? জানুন

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন