Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পাসপোর্ট বিধি সংশোধন করতে চলেছে কেন্দ্রীয় সরকার ৷ নয়া বিধিতে কেন্দ্রের তরফে সাফ জানিয়ে দেওয়া হচ্ছে, পাসপোর্ট আবেদনকারীদের জন্ম তারিখের একমাত্র প্রমাণ জন্মের শংসাপত্র ৷
জানা গিয়েছে, নয়া পাসপোর্ট বিধিতে কেন্দ্র স্পষ্ট করে দিচ্ছে, 1 অক্টোবর 2023 তারিখে বা তার পরে জন্মগ্রহণ করেছে এমন কোনও পাসপোর্ট আবেদনকারীকে জন্ম তারিখের একমাত্র প্রমাণ হিসাবে জন্মের শংসাপত্রই দিতে হবে ৷ একই সঙ্গে এও জানানো হচ্ছে, সেই শংসাপত্র অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের দ্বারা জারি করা বা তৈরি করা হতে হবে ৷
আরও পড়ুন:- রাজ্যে অষ্টম শ্রেণী পাশে প্রচুর পদে চাকরি। নূন্যতম মাসিক বেতন 12,000 টাকা। বিস্তারিত দেখে নিন
1980 সালের পাসপোর্ট বিধিতে সংশোধনী কার্যকর করার জন্য এই সপ্তাহে একটি সরকারি নোট জারি করা হয়েছিল। সরকারি গেজেটে সংশোধনী প্রকাশিত হলে নতুন নিয়ম কার্যকর হবে বলে আধিকারিকরা জানিয়েছেন। নতুন নিয়মের অধীনে, জন্ম ও মৃত্যু রেজিস্ট্রেশন, মিউনিসিপ্যাল কর্পোরেশন বা জন্ম ও মৃত্যু রেজিস্ট্রেশন আইন, 1969-এর অধীনে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনও কর্তৃপক্ষ কর্তৃক জারি করা জন্ম শংসাপত্র, 1 অক্টোবর, 2023-এ বা তার পরে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জন্ম তারিখের প্রমাণ হিসাবে গ্রহণ ও মান্য করা হবে।
সেক্ষেত্রে, অন্যান্য আবেদনকারীরা জন্মতারিখের প্রমাণ হিসাবে বিকল্প নথি জমা দিতে পারেন ৷ সে ক্ষেত্রে তারা ড্রাইভিং লাইসেন্স বা স্কুল ছাড়ার শংসাপত্র জন্মের শংসাপত্র হিসাবে দাখিল করতে পারেন। (পিটিআই)
আরও পড়ুন:- দেদার AC চালিয়েও বিল কম আসবে, জেনে নিন সিক্রেট টিপস
আরও পড়ুন:- চিনকে ধাক্কা দিতে অস্ট্রেলিয়া আর আফ্রিকাতে এই জিনিসের খোঁজ চালাচ্ছে ভারত, জানতে বিস্তারিত পড়ুন