নাইজেরিয়া ও চাদে ভয়াবহ বন্যায় প্রাণ গেল ২০০-র বেশি, ঘরছাড়া লাখো মানুষ। বিস্তারিত জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বন্যায় জর্জরিত নাইজেরিয়া—একের পর এক ঘর, স্কুল, হাসপাতাল আর জীবন হারাচ্ছে। প্রাকৃতিক এই তাণ্ডবে ইতিমধ্যেই ৮০ জনের বেশি মারা গিয়েছেন, গৃহহীন অন্তত পাঁচ লাখ! ইউনিসেফের আশঙ্কা, শিশুদের জীবন আরও বিপদের মুখে।

নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় প্রাণ হারিয়েছেন ৮০ জনেরও বেশি মানুষ। হাজার হাজার মানুষ ঘর হারিয়ে উদ্বাস্তু। ধ্বংস হয়ে গিয়েছে ঘরবাড়ি, বাজার, স্কুল, এমনকি হাসপাতালও। প্রাথমিক রিপোর্টে জানা যাচ্ছে, শুধু নাইজেরিয়াতেই ৪০ শতাংশ মাইদুগুরি শহর জলে ডুবে গিয়েছে। ক্ষতিগ্রস্ত প্রায় ২ লাখ মানুষ।

জাতিসংঘের শিশু সংস্থা UNICEF জানিয়েছে, পশ্চিম ও মধ্য আফ্রিকায় এই ধরনের চরম জলবায়ু ঘটনা বারবার ঘটছে। এতে শিশুদের বেঁচে থাকা, শিক্ষা ও নিরাপত্তা সবই চরম ঝুঁকির মুখে। শুধু নাইজেরিয়া নয়, প্রতিবেশী দেশ চাদেও ১৪৫ জনের মৃত্যু হয়েছে এবং গৃহহীন হয়েছেন প্রায় ১৫ লাখ মানুষ।

সাম্প্রতিক বন্যার ভয়াবহ চিত্র:

ক্ষতিগ্রস্ত ৪০ লক্ষের বেশি, গৃহহীন ৫ লাখের বেশি, ৩ লক্ষ ঘরবাড়ি ধ্বংসপ্রাপ্ত হয়েছে, ৬১টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৩টি হেলথ সেন্টারও নষ্ট হয়েছে।

ত্রাণ সামগ্রী ও জীবনরক্ষাকারী খাদ্য বিতরণ করা শুরু করেছে UNICEF ও অন্যান্য সংস্থা। পাশাপাশি শৌচাগার নির্মাণ করা হচ্ছে। IOM, UNHCR ও Red Cross-এর সঙ্গে যৌথ উদ্যোগ নিয়ে ত্রাণে ঝাঁপিয়ে পড়েছে।

আরও পড়ুন:- ১ জুন থেকে এই ফোনগুলিতে কাজ করবে না WhatsApp, আপনার ফোন নেই তো?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন