Bangla News Dunia, বাপ্পাদিত্য:- অসুস্থ কনেকে কোলে নিয়ে সাত পাক ঘুরলেন বর। নার্সিংহোমেই তৈরি হল ছাদনাতলা। সিনেমার দৃশ্য নয়, বাস্তবেই এমনটা হল মধ্যপ্রদেশের রাজগড় জেলার ব্যোবরা শহরে। অক্ষয় তৃতীয়ায় অন্যরকম এক বিবাহ অনুষ্ঠানের সাক্ষী রইলেন চিকিৎসক-নার্স, স্বাস্থ্য কর্মীরা।
ব্যোবরা শহরের পরমসিটি এলাকার বাসিন্দা আদিত্য সিংয়ের সঙ্গে বিয়ে ঠিক হয় কুম্ভরাজ এলাকার নন্দিনীর। কুম্ভরাজের কাছে পুরুষোত্তমপুরাতে বিয়ের আসর বসেছিল। ১ মে, বৃহস্পতিবার এই বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু বিয়ের কয়েকদিন আগে, গত ২৪ এপ্রিল গুরুতর অসুস্থ হয়ে পড়েন কনে। তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় ব্যোবরা এলাকার পাঞ্জাবি নার্সিংহোমে। চিকিৎসকরা তাঁকে কয়েকদিন পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেন। কিন্তু বিয়ের লগ্ন পেরিয়ে যাক, তা চাননি পরিবারের কেউ। আর তাই নার্সিংহোমেই রাতারাতি বিয়ের মণ্ডপ সাজিয়ে ফেলা হল। শুভ মুহূর্তে চারহাত এক হল বর-কনের।
আরও পড়ুন:- মে মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে? যদি টাকা না আসে, কী করবেন? জেনে নিন
নার্সিংহোমের চিকিৎসক ডা: জেকে পাঞ্জাবি জানান, নন্দিনীর যা শারীরিক অবস্থা তাতে দীর্ঘক্ষণ তাঁর পক্ষে বসে থাকা সম্ভব নয়। দুই পরিবারের সম্মতিতে তাই হাসপাতালের মধ্যেই বিয়ের তোড়জোড় করা হয়।
বিয়ের দিন আদিত্য সিং বরযাত্রী নিয়ে পৌঁছন ওই নার্সিংহোমে। সেখানেই মণ্ডপ সাজিয়ে তোলা হয়। নিয়ম মেনে বিয়ের সমস্ত অনুষ্ঠান সম্পন্ন হয় নার্স ও স্বাস্থ্যকর্মীদের সাহায্যে। নন্দিনীর শারীরিক অবস্থার কথা চিন্তা করে তাঁকে কোলে তুলে নিয়ে সাতপাক ঘোরেন আদিত্য। সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করতে ভোলেনি আবেগাপ্লুত অতিথিরা। কারও কারও চোখের কোনে জলও দেখা গিয়েছে।
আজীবন সঙ্গে থাকার প্রতিশ্রুতি দেওয়া আদিত্য কঠিন সময়েও নন্দিনীর সঙ্গ ছাড়েননি। তাই শুভ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে নার্সিংহোমের মধ্যেই। এমনটাই জানাচ্ছেন দুই পরিবারের সদস্যরা।
আরও পড়ুন:- বিজ্ঞানের নয়া আবিষ্কার, ক্রিম লাগালেই গায়েব হবে ভুঁড়ি! কীভাবে কাজ করে? জানুন
আরও পড়ুন:- ৬ মিনিট বাথরুম ব্যবহারের জন্য ৮০০ টাকা! দিনেদুপুরে ‘ডাকাতি’