Bangla News Dunia, Pallab : কোনও ভাবেই নিউক্লিয়ার ব্ল্যাকমেল সহ্য করবে না ভারতবর্ষ। জাতির উদ্দেশ্যে ভাষণে ভারতের এই অবস্থান স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পাশাপাশি তিনি সরাসরি জানিয়ে দেন আগামীতে পাকিস্তানের সঙ্গে একমাত্র সন্ত্রাসবাদ ও পাক অধিকৃত কাশ্মিীর ফেরানো নিয়েই কথা হতে পারে। সন্ত্রাসবাদ পাকিস্তানকে শেষ করে দেবে, পাকিস্তানকে বাঁচতে গেলে সন্ত্রাসবাদকে নির্মূল করেই বাঁচতে হবে। প্রধানমন্ত্রী বলেন…
আরও পড়ুন : ফ্রি রেশন সামগ্রী পাওয়া বন্ধ হচ্ছে ? জানুন নতুন সিদ্ধান্তে কী বলছে সরকার
- সেনার এই বীরত্ব দেশের সব মা, সকল মহিলাদের জন্য উৎসর্গ করেন প্রধানমন্ত্রী।
- ভারতীয় সেনা সন্ত্রাসের হেড কোয়ার্টার ভেঙে দিয়েছে
- পহেলগাঁও কাণ্ডের যন্ত্রনা অনেক বডড়
- ভারতের এই পদক্ষেপে পাকিস্তান হতাশায় ডুবে গিয়েছে
- সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের পদক্ষেপের পাশে থাকার বদলে পাকিস্তান স্কুল কলেজ গুরুদ্বার মন্দিরে সাধারণ মানুষের ঘরকে নিশানা বানিয়েছে
- এতেও পাকিস্তানকে আমরা বেআব্রু করেছি
- দুনিয়া দেখেছে কীভাবে পাকিস্তানের ড্রোন মিসাইলকে ভারত ধ্বংস করেছে
- ভারত পাকিস্তানের বুকে আঘাত করেছে
- ভারত পাকিস্তানের গর্ব তাদের এয়ারবেসে হামলা চালিয়েছে
- ৩ দিনেই পাকিস্তানকে অনেকটা ধ্বংস করেছি যা তাঁরা ভাবতেও পারেনি
- পাকিস্তান দুনিয়ার সর্বত্র উত্তেজনা কমাতে আর্জি জানায়
- পাকিস্তান ডিজিএমও-র কাছে যুদ্ধ বিরতির আর্জি জানায়, ততক্ষণে আমরা পাকিস্তানের সন্ত্রাসের ঠিকানা ধ্বংস করে দিয়েছি
- আমরা পাকিস্তানের সন্ত্রাসবাদি ঠিকানায় হামলা শুধু স্থগিত হয়েছে, আগামী দিনে পাকিস্তানের সব পদক্ষেপকে বিবেচনায় রাখা হবে, ভারতের আর্মি, বিমান বাহিনী, নেভি ও বিএসএফ সতর্ক রয়েছে।
- অপারেশন সিন্দুর সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের নীতি।
- ভারতে সন্ত্রাসবাদী হামলা হলে মুখের উপর জবাব দেওয়া হবে
- কোনও নিউক্লিয়ার ব্ল্যাকমেল ভারত সহ্য করবে না
- অপারেশন সিঁদুরে মৃত সন্ত্রাসবাদীদের পাক সেনাবাহিনী কীভাবে শ্রদ্ধা জানিয়েছে পৃথিবী দেখেছে।
- এই যুগ যুদ্ধের নয়, একথা ঠিক, তবে সন্ত্রাসবাদেরও নয়।
- সন্ত্রাসবাদ পাকিস্তানকে একদিন শেষ করে দেবে
- জল ও রক্ত একসঙ্গে বইবে না
- সন্ত্রাস ও বাণিজ্য একসঙ্গে চলবে না
- বিশ্বকে বলতে চাই পাকিস্তানের সঙ্গে কথা হলে পিওকে নিয়ে কথা হবে, সন্ত্রাস নিয়ে কথা হবে।
আরও পড়ুন : শীঘ্রই বালুচিস্তান হাতছাড়া হচ্ছে পাকিস্তানের, কি ‘খেলা’ শুরু করলো BLA ? জেনে নিন