নিউটাউনের ২৫ একর জমিতে হবে আন্তর্জাতিক মানের সংস্কৃতি কেন্দ্র ‘বিশ্ব অঙ্গন’, ঘোষণা মমতার 

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : নিউ টাউনে বিশ্ব বাংলা কনভেশন সেন্টার তৈরি হয়েছে আগেই, এবারও নিউটাউনেই তৈরি হতে চলেছে আন্তর্জাতিক মানের সাংস্কৃতিক কেন্দ্র। বুধবার মন্ত্রীসভার বৈঠকের পর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরজন্য নিউটাউনে ২৫ একর জমি অধিগ্রহণ করেছে সরকার। এদিন সে কাজে সিলমোহর দিলেন খোদ মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন : ৫০% DA এখনই ? সুপ্রিম পর্যবেক্ষণে ভীষণ উচ্ছসিত পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীরা

মন্ত্রীসভার বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, নিউ টাউনে একটি আন্তর্জাতিক মানের সাংস্কৃতিক কেন্দ্র গড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর নাম দেওয়া হয়েছে ‘ইন্টারন্যশনাল ইনফর্মেশন টেকনোলজি, এন্টারটেনমেন্ট অ্যান্ড কালচারাল পার্ক’ (আইআইটিইসি পার্ক)। এর বাংলা নাম হবে ‘বিশ্ব অঙ্গন’। এই পার্কে বিভিন্ন ধরণের আন্তর্জাতিক মানের ইভেন্ট করা যাবে। এই পার্ক নির্মানের দায়িত্ব দেওয়া হয়েছে হিডকোকে। জমির সমস্যা মিটে গেছে। এখন টেন্ডার ডেকে কাজ শুরু করে দেবে হিডকো। পিপিপি মডেলে গড়ে উঠবে ‘বিশ্ব অঙ্গন’।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আইআইটিইসি পার্ক করার দাবি অনেকেই জানিয়েছেন। কিন্তু ইচ্ছে থাকলেও এতদিন এই প্রকল্প গড়ার জন্য কলকাতার কাছে জমি পাওয়া যাচ্ছিল না। বিজিবিএস (বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন)-এর পর থেকেই আমরা জমি খোঁজা শুরু করেছিলাম। অবশেষে নিউ টাউনে ২৫ একর জমি পাওয়া গিয়েছে।’’

আরও পড়ুন : রাজ্যের নতুন পেনশন প্রকল্পে প্রতিমাসে পাবেন ১০০০ টাকা, কিভাবে আবেদন করবেন জেনে নিন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন