Bangla News Dunia, দীনেশ :-পাকিস্তানে ঢুকে হামলা চালিয়ে অন্তত ৮০ জন জঙ্গিকে নিকেশ করেছে ভারত। মঙ্গলবার গভীর রাতে নিখুঁত লক্ষ্যে এই প্রত্যাঘাত চালায় ভারত। লস্কর-ই-তৈবার হেডকোয়ার্টার এবং কুখ্যাত জঙ্গিনেতা মাসুদ আজহারের মাদ্রাসা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। জানা গেছে ৯ টি নিশানায় আঘাত করে ভারত। ভারত এই অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন সিঁদুর’ (Operation Singoor)। যার অন্যতম নিশানা ছিল পাকিস্তানের বহওয়ালপুর শহর। হামলার কথা মেনে নিয়েছে পাকিস্তান। তাদের দাবি ৮ জনের মৃত্যু হয়েছে। ভারত ৬ টি জায়গায় কমপক্ষে ২৪টি মিসাইল ছুড়েছে বলে দাবি করা হয়েছে পাকিস্তানের তরফে। তবে ভারত পাকিস্তানের আকাশসীমায় ঢুকে হামলা চালায়নি বলে জানিয়েছে পাকিস্তান। তবে পালটা প্রত্যাঘাত শুরু করেছে তারাও।
আরও পড়ুন:- মকড্রিল মানে কী? ঠিক কী করতে হবে সাইরেন বাজলেই? জানুন
যে বহওয়ালপুরে মূলত হামলা চালানো হয়েছে সেটি লাহোর থেকে ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত। জইশ ই মহম্মদের শক্তঘাঁটি বলে চিহ্নিত এই শহর। তাই ভারতীয় বিমানবাহিনী এই শহরকে কেন্দ্র করেই হামলা চালায়। সূত্রের খবর এই শহরের ‘জামিয়া মসজিদ শুভান আল্লাহ্’ ক্যাম্পাসে জইশের সদর দপ্তর ছিল। ১৮ একরের এই কম্পাসেই চলত জঙ্গিদের প্রশিক্ষণের কাজ। জইশের প্রতিষ্ঠাতা মৌলানা মাসুদ আজ়হার বহওয়ালপুরের বাসিন্দা, এই ক্যাম্পাসেই থাকেন। এই ক্যাম্পাস গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। এছাডড়াও ভারতের তরফে মুরিদকে, কোটলি, বাহওয়ালপুর এবং মুজফ্ফরাবাদে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। প্রসঙ্গত, মুরিদকেতেই রয়েছে জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈবার সদর দপ্তর। খবর সেই শিবিরও গুঁড়িয়ে গিয়েছে। অন্যদিকে, ভারতের হামলার নিন্দা করেছে পাকিস্তান। ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর)-এর ডিরেক্টর জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এই হামলাকে ‘কাপুরুষোচিত’ বলেছেন। তবে ভারতের তরফে জানানো হয়েছে শুধু জঙ্গিঘাঁটিতেই হামলা চালানো হয়েছে। কোনও সামরিক প্রতিষ্ঠানকে নিশানা করা হয়নি। এদিকে, ভারতের তরফে বলা হয়েছে, পাকিস্তানের কোনও সেনা ঘাঁটিতে হামলা চালানো হয়নি। লক্ষ্যবস্তু নির্বাচন, হামলা চালানোর ক্ষেত্রে সেনা যথেষ্ট সংযম প্রদর্শন করেছে। ক্ষেপণাস্ত্র হামলার পর কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তাঁর এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘ভারত মাতা কী জয়।’
আরও পড়ুন:- পাক সেনার ওপর বড় হামলা, অফিসার সহ নিহত ৬ । জানুন বিস্তারিত
আরও পড়ুন:- সংস্কারের জন্য 15 মাস বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথ কি হবে ? জেনে নিন