নিজামের শহরে গেরুয়া নিশান ! নতুন সমীকরণ হায়দ্রাবাদে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- নিজামের শহরে গেরুয়া নিশান ! তেলেঙ্গানার গ্রেটার হায়দ্রাবাদ পুরসভা নির্বাচনে বিশাল সাফল্যের উপর ভোর করে ইতিহাস সৃষ্টি করেছে বিজেপি। এই পুর নির্বাচনে ৪৯ টি আসনে জয়লাভ করেছে বিজেপি। ২০১৬ সালের নির্বাচনে বিজেপি মাত্র ৪ টি আসন পেয়েছিল। এই বিরাট জয়ের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ তেলেঙ্গানার সকল জনতাকে ধন্যবাদ জানিয়েছেন।

এদিকে গত বারের নির্বাচনে ৯৯ টি আসনে জয়লাভ করা রাজ্যের শাসক দল তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির খাতায় এবার মাত্র ৫৫ টি আসন গেছে। আসাদউদ্দিন ওয়াইসির দল অল ইন্ডিয়া মজলিসী ইত্তেহাদুল মুসলিমিন ৪৩ টি আসনে জয়লাভ করছে। এই অভূত পূর্ব পরিস্থিতিতে শাসক দল টিআরএস-কে হতবাক করে দিয়েছে বিজেপি। তার জেরে ত্রিশঙ্কু পরিস্থিতি হয়েছে হায়দরাবাদের এই পুরসভার ফলাফল। যেখানে বিজেপি গতবারের নির্বাচনে মাত্র ৪ টি আসন জিতেছিল এবার একলাফে তারা ৪৯ অর্থাৎ সেকেন্ড বয়।

আরো পড়ুন :- লাভ জিহাদ করলে ধ্বংস করে দেবো ! হুঁশিয়ারি শিবরাজ চৌহানের

এই অভূতপূর্ব জয়ের ফলে কেন্দ্রের শাসক দল বিজেপি দক্ষিণ ভারতের রাজ্যে নিজেদের রাজনৈতিক ভীত আরও মজবুত করার প্রচেষ্টা চালানো শুরু করবে। এদিকে ফলাফলের যা অবস্থা তাতে শাসক টিআরএস নিজেদের মেয়র পদ পেতে আসাদউদ্দিন ওয়াইসির দল এআইএমআইএম-এর সাহায্য নিতে হবে। আর ২০২৩ সালে তেলেঙ্গানার বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে বিজেপি। এই নির্বাচনে বিরাট লড়াই করে শাসক তেলাঙ্গানা রাষ্ট্র সমিতিকে চ্যালেঞ্জ জানাতে চাইছে বিজেপি। তাতে তারা অনেকটাই সফল।

Highlights

1. নিজামের শহরে গেরুয়া নিশান !

2. নির্বাচনে বিরাট লড়াই করে শাসক তেলাঙ্গানা রাষ্ট্র সমিতিকে চ্যালেঞ্জ জানাতে চাইছে বিজেপি

 #BJP #TRS

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন