Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- বর্তমানে শনি নিজের মূল রাশি কুম্ভে বিচরণ করছে। শনি শক্তি সঞ্চয় করায় সমস্ত রাশির মানুষের ওপর এর প্রভাব পড়তে চলেছে। ফলে কিছু কিছু রাশির সৌভাগ্য বৃদ্ধি হবে। সেই সব রাশির মানুষেরা প্রচুর ধনলাভের সুযোগ পাবেন, পাশাপাশি এঁদের ভাগ্যোদয়ের প্রবল যোগ তৈরি হচ্ছে। আসুন জেনে নিন শনির শক্তি সঞ্চয়ের ফলে কোন কোন রাশির মানুষরা লাভবান হবেন —–
আরো পড়ুন :- জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করতে বজরংবলীকে খুশি করুন কিছু সহজ উপায়ে
বৃষ রাশি — শনির ভ্রমণ বৃষ রাশির জন্য শুভ প্রমাণিত হবে। আপনারা শুভ ফলাফল লাভ করতে শুরু করবেন। আবার এখানে শশ রাজযোগ তৈরি হয়েছে। ফলে পড়াশোনার জন্য সময় ভালো। পাশাপাশি কাজ ও ব্যবসায় উন্নতি হবে। তাই এই সময়কালে তীর্থযাত্রায় যেতে পারেন। ধর্মীয় কাজে রুচি বাড়বে। পাশাপাশি চাকরিজীবী জাতকদের পদোন্নতি ও বেতনবৃদ্ধি হতে পারে।
মিথুন রাশি —- শনির শক্তিশালী হয়ে সঞ্চার করার ফলে মিথুন রাশি বিশেষ ভাবে লাভবান হবেন। কারণ শনি আপনার ভাগ্যস্থানে শক্তি সঞ্চয় করেছে। আপনারা ভাগ্যের সঙ্গ পাবেন। কাজের ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যে ছাত্ররা, তাঁরা কোনও পরীক্ষায় সফল হতে পারেন। আপনাদের আর্থিক পরিস্থিতি উন্নত হবে। আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়তে পারে।
তুলা রাশি —- শনি শক্তিশালী হয়ে ভ্রমণ করছেন যা তুলা রাশির জন্য অত্যন্ত লাভজনক। আপনার রাশির অধিপতি শুক্র। আবার শুক্র ও শনির মধ্যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। তুলা রাশির মানুষেরা সন্তান সুখ লাভ করতে পারেন। সন্তানের তরফে কোনও সুসংবাদ পাবেন। আকস্মিক ধনলাভের যোগ রয়েছে। ছাত্রছাত্রীরা যেকোনও পরীক্ষায় সাফল্য লাভ করবেন।
আরো পড়ুন :- দাম্পত্য অশান্তিতে জর্জরিত ? দাম্পত্য অশান্তি দূর করুন খুব সহজে
আরো পড়ুন :- আর্থিক সমস্যা থেকে সম্পূর্ণ মুক্তি চান ? মেনে চলুন কিছু উপায়
আরো পড়ুন :- জানুন কোন রাশির দাম্পত্য ও প্রেম জীবনে সুখ আসবে ? আর কাদের প্রেম ও সংসার তেমন সুখের হবে না?
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)