নিমকাঠের তৈরি জগন্নাথের মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা সম্পন্ন, কিছুক্ষণ পরই মন্দিরের উদ্বোধন

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : আর কিছুক্ষণের অপেক্ষা। তারপরই দিঘার জগন্নাথ মন্দিরের (Digha Jagannath Temple) দ্বারোদঘাটন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলের পর বুধবার সকাল থেকেও শুরু হয়েছে যজ্ঞ। তৈরি করা হয়েছে যজ্ঞকুণ্ড এবং কুম্ভকুণ্ড। সেখানে বদ্ধ দরজার ভিতরে জগন্নাথের বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু করেছেন পুরীর জগন্নাথ মন্দিরের অন্যতম প্রধান সেবায়েত রাজেশ দৈতাপতির নেতৃত্বে পুরোহিতেরা। রয়েছেন ইসকনের কর্মকর্তা তথা দিঘার জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য রাধারমন দাসও।

আরও পড়ুন : হার্ট অ্যাটাকের আগে ৭টি সংকেত দেয় আমাদের শরীর, বুঝতে পারলে জীবন বাঁচবে

জানা গিয়েছে, এদিন নিয়ম মেনে প্রথমে নিমকাঠের তৈরি জগন্নাথ মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা সম্পন্ন করা হয়েছে। রাধারমন দাস জানিয়েছেন, পুরীর নিয়ম মেনেই প্রাণপ্রতিষ্ঠার পর জগন্নাথের স্নান এবং বস্ত্র পরিধানের প্রক্রিয়া সারা হবে। জগন্নাথের উদ্দেশে নিবেদন করা হবে ৫৬ রকমের ভোগ। তারপরই দুপুর তিনটে নাগাদ মন্দিরের দ্বারোদঘাটন করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এদিন সকাল থেকে দিঘামুখী সমস্ত রাস্তার ট্রাফিকও নিয়ন্ত্রণ করা হচ্ছে। তৃণমূল সুপ্রিমোর নির্দেশে ইতিমধ্যে রাজ্যের প্রতিটি জেলার হেড কোয়াটার্স, মহকুমা এবং ব্লক স্তরে এলইডির মাধ্যমে দিঘার মন্দির উদ্বোধনের লাইভ সম্প্রচারের ব্যবস্থা করেছে তৃণমূল। মন্দিরের উদ্বোধনে শাসকদলের একাধিক মন্ত্রী, বিধায়ক, নেতৃত্ব উপস্থিত রয়েছেন। বিরোধী সব রাজনৈতিক দলের নেতা-নেত্রীদেরও আমন্ত্রণ জানিয়েছে রাজ্য। দিঘায় (Digha) পৌঁছেছেন সেলিব্রিটিরাও। সবমিলিয়ে দিঘা এখন চাঁদের হাট।

আরও পড়ুন : ওষুধ ছাড়াই অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে চান? জেনে নিন ঘরোয়া উপায়

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন