নিম্নচাপ এখন যায়নি, কালও রাজ্যজুড়ে ভারী বৃষ্টি চলবে ২ জেলায়

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে এখনও পুরোপুরি সরে যায়নি নিম্নচাপ অঞ্চল। অবস্থানে সামান্য পরিবর্তন এলেও এর প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়ে গিয়েছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। একইসঙ্গে উত্তরবঙ্গের আট জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী রবিবার পর্যন্ত।

আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় নিম্নচাপ এখনও সক্রিয়। এর সঙ্গে একটি ঘূর্ণাবর্ত ৭.৬ কিমি উচ্চতায় দক্ষিণ-পশ্চিম দিকে হেলে রয়েছে। মৌসুমী অক্ষরেখাও বর্তমানে পুরুলিয়ার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই অবস্থার কারণে রাজ্যের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে।

আরও পড়ুন:- ৯ জুলাই বামেদের বনধ, তার আগে সরকারি কর্মীদের বড় নির্দেশ নবান্ন থেকে ।

দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য মঙ্গলবার জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বিশেষ করে ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। তবে সব জায়গায় বৃষ্টি সমানভাবে হবে না বলেই ইঙ্গিত দিয়েছে দফতর।

সমুদ্র উত্তাল থাকায় মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি রয়েছে।

অন্যদিকে, উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সপ্তাহান্তে উত্তরের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। শনিবার জলপাইগুড়িতে ও রবিবার ওই জেলার সঙ্গে দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন:- রাজ্যের সরকারি হাই-স্কুলে ৩৫৭২৬ টি শূন্যপদে শিক্ষক নিয়োগ চলছে ! কিভাবে আবেদন করবেন ? জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন