নিরাপত্তার স্বার্থে চিনের উপগ্রহ ব্যবহার করবে পাকিস্তান ! ভারতের মুখে ‘পারস্পারিক আস্থা’-র বাণী 

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : চিন এবং পাকিস্তানের সেনা আধিকারিকদের মধ্যে গত ১৬ মে একটি বৈঠক সংঘটিত হয়। সূত্রের খবর, ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, এখন থেকে চিনের যে নিজস্ব উপগ্রহ ব্যবস্থা রয়েছে সেটি নিজেদের নিরাপত্তার স্বার্থে ব্যবহার করতে পারবে পাকিস্তান। যদিও এই বিষয়ে চিন বা পাকিস্তানের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি বলে জানা গিয়েছে।

আরও পড়ুন : ঝুঁকি ছাড়াই বেশি রিটার্ন পেতে চান ? পোস্ট অফিসের এই স্কিমগুলিতে বিনিয়োগ করুন

প্রসঙ্গত, সম্প্রতি ৩ দিনের চিন সফরে গিয়েছিলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার। সেই সফর চলাকালীন চিন জানায় যে, ভারত এবং পাকিস্তান উভয় দেশকেই তাঁরা ‘গুরুত্বপূর্ণ প্রতিবেশী’ বলে মনে করে। যুযুধান দুই দেশের মধ্যে সমঝোতা রক্ষার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালনের কথাও বলে বেজিং।

অপরদিকে, ভারত-পাক সংঘাতের আবহে চিনের তৈরি সমরাস্ত্র ব্যবহার করেছিল পাকিস্তান, এমন সম্ভাবনার কথা জোরালোভাবে উঠে এসেছে। সেই আবহে চিন-পাকিস্তানের মধ্যে এই নতুন সমঝোতার খবর সত্যি হলে তা যে যথেষ্টই তাৎপর্যপূর্ণ হবে সেটা বলাই বাহুল্য। এমত পরিস্থিতিতে চিনকে পারস্পারিক শ্রদ্ধা এবং সম্মানের কথা মনে করিয়ে দিতে বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘চিন নিশ্চয়ই এটা জানে যে, দুই দেশের সম্পর্কের ভিত্তি হল পারস্পরিক আস্থা, বিশ্বাস এবং সংবেদনশীলতা।’

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন