নূন্যতম বিনিয়োগ 250 টাকা, সর্বাধিক রিটার্ন 71 লক্ষ টাকা ! কেন্দ্রের SSY স্কিমের সুবিধা জেনে নিন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : পোস্ট অফিসের অনেক স্কিম সম্পর্কে আমাদের অনেকেরই জানা। কিন্তু অনেকেই সঠিকভাবে সেই স্কিম গুলির সুবিধা নিতে পারছি না। ওই স্কিম গুলি সম্পর্কে সঠিক ও বিস্তারিত ধারণা না থাকায় আমাদের চোখের সামনে অনেকেই লাখপতি হয়ে যাচ্ছে। পোস্ট অফিস হলো এমন এক সংস্থা যা ভারত সরকার দ্বারা পরিচালিত। কাজেই এই পোস্ট অফিসের বিভিন্ন স্কিমে টাকা বিনিয়োগ করা ঝুকিহীন ও আগ্রহমূলক। পোস্ট অফিসের স্কিমে টাকা সঞ্চয় করে রেখে এককালীন ভালো রিটার্ন পাওয়া যায়। আজকে আপনাদের জন্য এমন এক স্কিম নিয়ে এসেছি যার মাধ্যমে আপনি 50 টাকা করে জমালে এককালীন 71 লক্ষ টাকা পেতে পারেন। 

আরও পড়ুন : আপনার শত্রুকে উচিত শিক্ষা দিতে চান, তবে চাণক্যের এই ৪ উপায় অনুসরণ করুন

অনেকেই চাই যে বার্ধক্য বয়সে কিংবা বিশেষ দরকারি সময়ে যেন কোথাও হতে ভালো সাহায্য পাওয়া যায়। যদিও অনেকে নানা ধরনের স্কিম খুঁজে বেড়াই। এমন বহু জায়গা রয়েছে যেখানে টাকা সঞ্চয় করে ভালো রিটার্ন পাওয়া যায় ঠিকই কিন্তু তার নিশ্চয়তা ও ঝুকিহীনতা থাকে না। একমাত্র পোস্ট অফিস ভারত সরকারের এমন এক সংস্থা যার মাধ্যমে আপনি টাকা জমালে নিশ্চয়তার সাথে রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে। আজকের প্রতিবেদনে জানবো কিভাবে এই স্কিমে টাকা জমাতে হবে এবং কিভাবেই এত রিটার্ন পাওয়া সম্ভব?

ভারত সরকারের অন্যতম স্লোগান হল ‘বেটি বাঁচাও বেটি পড়াও’। এই স্লোগানকে বাস্তবায়িত করার লক্ষ্যে ভারত সরকার কর্তৃক কন্যা কিংবা মহিলাদের জন্য বহু ধরনের প্রকল্পের সূচনা করেছেন। আজকের যে স্কিমে সম্পর্কে বলতে যাচ্ছি সেটিও ভারত সরকারের তরফে কন্যা সন্তানদের জন্য আনা হয়েছে। ভারত সরকারের এই স্কিমের নাম হল সুকন্যা সমৃদ্ধি যোজনা। ঘরে কন্যা সন্তান থাকলে মাত্র 250 টাকায় খোলা যাবে এই অ্যাকাউন্ট। আর এই স্কিমে ঠিকঠাক ভাবে বিনিয়োগ করলে এককালীন ভালো রিটার্ন পাওয়া যাবে।

সুকন্যা সমৃদ্ধি যোজনার মাধ্যমে ন্যূনতম 250 টাকা থেকে সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা পর্যন্ত এক আর্থিক বছরে বিনিয়োগ করতে পারেন। তবে এক্ষেত্রে কন্যার বয়স থাকতে হবে 0 থেকে 10 বছরের মধ্যে। সব থেকে বড় কথা হল এই স্কিম এর মাধ্যমে চক্রবৃদ্ধি হারে সুদ দেওয়া হয়ে থাকে। কন্যার বয়স 18 বছর পূর্ণ হলে আপনি 50% টাকা তুলতে পারেন যদিও এর পূর্ণ মেয়াদ হলো 21 বছর। সুকন্যা সমৃদ্ধি যোজনার মাধ্যমে আপনাকে প্রত্যেক আর্থিক বছরে বিনিয়োগ করতে হবে, যদি এমনটা না হয় তাহলে এই অ্যাকাউন্ট ফ্রিজ করা হবে । তবে যদি কোন কারণবশত সুকন্যা সমৃদ্ধি যোজনা বিনিয়োগ না করতে পারেন, তাহলে তার জরিমানা হিসেবে বার্ষিক অতিরিক্ত 50 টাকা দিতে হবে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন