নেতাজি ইন্ডোরে পৌঁছোলেন মুখ্যমন্ত্রী, দফায় দফায় উত্তেজনা, চাকরিহারাদের বিক্ষোভ সামলাতে হিমসিম পুলিশের

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ :- চাকরিহারাদের (SSC 2016) বিক্ষোভে সোমবার সকাল থেকে উত্তাল হয়ে উঠেছে নেতাজি ইন্ডোর। বিক্ষোভ, উত্তেজনার মাঝেই এদিন নেতাজি ইন্ডোরে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। চাকরিহারাদের সঙ্গে তাঁর বৈঠক শুরু হয়েছে।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক শুরু হওয়ার আগেই নেতাজি ইন্ডোরের সামনে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। চাকরিহারাদের দু’পক্ষের মধ্যে হাতাহাতির অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে হিমসিম খেতে হচ্ছে পুলিশকে।

আরও পড়ুন:- ডকুমেন্ট আপনার, সিমকার্ড তুলেছে অন্য কেউ। কী ভাবে বুঝবেন? জেনে নিন

কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে ২০১৬ সালের এসএসসি’তে (SSC Recruitment Case Verdict) নিয়োগের পুরো প্যানেল বৃহস্পতিবার বাতিল করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালতের রায়ে বাতিল হয়েছে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীর (SSC 2016) চাকরি। এই পরিস্থিতিতে এদিন নেতাজি ইন্ডোরে বৈঠক শুরু হয়েছে। অভিযোগ, বৈঠকের ‘পাস’ পাননি অনেকে। ফলে চাকরিহারাদের একাংশ বিক্ষোভ দেখাতে শুরু করেন। এনিয়ে সকাল থেকে উত্তেজনা ছড়িয়েছে। নেতাজি ইন্ডোরের সামনে কড়া পুলিশি প্রহরা রয়েছে। মোতায়েন করা হয়েছে র‌্যাফ। কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:-  ভারতীয় সিনেমার গল্প নিয়ে তৈরি হয়েছে একাধিক হলিউড ছবি! বিস্তারিত জেনে নিন

আরও পড়ুন:- টার্গেট পূরণে ব্যর্থ হওয়ায় কর্মচারীকে কুকুরের মতো হাঁটানো হল, কোথায় ঘটলো এমন ঘটনা ?

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন