‘ন্যায়বিচারের বার্তা দেওয়ার মনোভাব থেকেই…’, অপারেশন সিঁদুরের নয়া ভিডিওতে কী বলছে সেনা ?

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : পহেলগাঁও জঙ্গি হামলার জবাবে ভারতের অপারেশন সিঁদুর কোনও প্রতিশোধের মনোভাব থেকে নয় বরং ন্যায়বিচারের বার্তা দেওয়ার জন্যই সংঘটিত হয়েছিল! রবিবার ভারতীয় সেনাবাহিনীর ওয়েস্টার্ন কমান্ডের তরফে প্রকাশিত একটি ভিডিওতে এমনটা বলতে শোনা গিয়েছে সশস্ত্র বাহিনীর এক কর্তাকে।

আরও পড়ুন : বাজারে আসছে নয়া ২০ টাকার নোট ! আগের গুলো কি বাতিল হচ্ছে ?

ভিডিওটিতে মূলত অপারেশন সিঁদুরের বিভিন্ন মুহূর্ত তুলে ধরা হয়েছে। ভিডিওটির শুরুতেই শোনা যাচ্ছে শিব তান্ডব স্তোত্রের বাজনা। এরপরেই ওই সেনা অফিসারকে বলতে শোনা যায়, ‘প্রতিশোধ নেওয়ার ভাবনা থেকে নয় বরং ন্যায়বিচারের বার্তা দেওয়ার মনোভাব থেকেই এই অভিযান হয়েছিল।’ তিনি আরও বলেন যে, পহেলগাঁও হামলার পরেই ঠিক করা হয়েছিল যে, পাকিস্তানকে এমন শিক্ষা দেওয়া হবে যা তাঁদের কয়েক প্রজন্ম মনে রাখবে।

প্রসঙ্গত, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ১৪ দিন বাদে শুরু হয় ভারতীয় সেনার অপারেশন সিঁদুর। এই অভিযানের দরুন পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ টি স্থানে সন্ত্রাসবাদী ঘাঁটিতে সুপরিকল্পিত এবং নিখুত হামলা চালায় ভারতীয় সেনা। ভারতীয় সেনার তরফে দাবি করা হয় এই অভিযানের দরুন প্রায় ১০০ জনেরও বেশি সন্ত্রাসবাদী মারা যায়।

এরপর পাকিস্তানের তরফেও পালটা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালান হয়েছিল ভারতের সামরিক ঘাটিগুলির পাশাপাশি সাধারণ ভারতীয় নাগরিকদের ওপরেও।হামলার চেষ্টা করা হয় জনবহুল গ্রাম ও গুরুদ্বারেও। যদিও সেই হামলা সফলভাবে প্রতিহত করে ভারতীয় সেনা। কিন্তু এর জবাবে পাকিস্তানের চাকলালা, রফিকি-সহ বেশ কিছু সামরিক ঘাঁটিতে হামলা চালায় ভারতীয় বাহিনী। এর পরেই ভারতের কাছে যুদ্ধবিরতির অনুরোধ জানায় পাকিস্তান। যে অনুরোধে সায় দেয় ভারতও। আর আজ এই ভিডিওর মাধ্যমেও স্পষ্ট করে দেওয়া হল যে, প্রতিশোধ নয় ন্যায়বিচারের বার্তা দিতেই করা হয়েছিল ‘অপারেশন সিঁদুর’।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন