নয়া অস্ত্রেই তৃণমূলকে ঘায়েল বিজেপি-র ! বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- নয়া অস্ত্রেই তৃণমূলকে ঘায়েল বিজেপি-র ! কৃষক বিরোধী হিসেবে রাজ্যের শাসক দল হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে প্রতিষ্ঠা করতে নতুন অস্ত্র প্রয়োগ বিজেপির। রাজ্য বিজেপির নতুন কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘এক মুঠো চাল’। আগামী ৯ জানুয়ারি পূর্ব বর্ধমানে বিজেপির জাতীয় সভাপতি জে পি নাড্ডার সফর থেকে এই নতুন কর্মসূচি শুরু করা হবে। তার পর সেটা গোটা রাজ্যে ধীরে ধীরে ছড়িয়ে দেওয়া হবে। লক্ষ্য একটাই বিধানসভার আগে তৃণমূলকে ঘায়েল করা।

bjp-tmc

কর্মসূচি অনুযায়ী রাজ্যের প্রায় ৪৮ হাজার বুথ এলাকায় নানা কৃষক পরিবারদের বাড়ি বাড়ি গিয়ে অল্প অল্প পরিমাণে চাল ও আনাজ সংগ্রহ করবেন বিজেপি নেতা কর্মীরা। ৯ তারিখ রাজ্যে এসে কর্মসূচির প্রতীক হিসাবে ৫ টি কৃষক পরিবারের থেকে চাল সংগ্রহ করবেন জে পি নাড্ডা। রাজ্য বিজেপি-র কৃষক মোর্চার সহ-সভাপতি শ্রীরূপা মৈত্র জানান কৃষক পরিবার ও এলাকার গরিব মানুষকে খাবার বিলি করা হবে। কৃষকদের কাছ থেকে সংগৃহীত চাল রান্না করে গরিব মানুষকে পৌঁছে অন্নদাতা হিসেবে কৃষকদের মন জয় করার সম্ভাবনা থাকবে।

আরো পড়ুন :- আগত বিধানসভা ভোটে মালদা – দক্ষিণ লোকসভার অন্তর্গত ৭ বিধানসভায় কার পাল্লা ভারী দেখুন

উলেখ্য বিধানসভাতে রাজ্যে ক্ষমতা দখলে মরিয়া বিজেপি নেতৃত্ব কোনও দিক থেকে ফাঁক রাখতে চাইছে না। সেই লক্ষ্যে বাংলার সব কৃষকদের মন জয়ে মরিয়া। রাজ্য সফরে এসে বিজেপির জাতীয় সভাপতি জে পি নাড্ডাও সেই কর্মসূচি শুরু করবেন। এখন ‘এক মুঠো চাল’ কর্মসূচি বিজেপি-কে ভোটের আগে কতটা সাফল্য দেয় সেটাই দেখার।

Highlights

1. নয়া অস্ত্রেই তৃণমূলকে ঘায়েল বিজেপি-র ! 

2. এক মুঠো চাল’ কর্মসূচি

#BJP #TMC

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন