Bangla News Dunia, Pallab : পড়াশোনার পাশাপাশি টাকা রোজগার করতে চান? বাড়ি বসেই করতে পারবেন আয় (Work From Home). আর তার জন্য আজকাল প্রচুর সুযোগ রয়েছে। যদি আপনিও একজন কলেজ পড়ুয়া হন, আর পড়াশোনার পাশাপাশি টাকা রোজগার করতে চান, তাহলে কোন কোন ক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোম জবে যুক্ত হতে পারবেন? কিভাবে বাড়ি বসে টাকা রোজগার করতে পারবেন? আসুন জেনে নেওয়া যাক।
আরও পড়ুন : হোমিওপ্যাথি চিকিৎসা চলাকালীন কি এলোপ্যাথি মেডিসিন চলবে ?
Work From Home For Students
বর্তমানে স্কুল-কলে কলেজে পড়া ছেলেমেয়েরা নিজেদের হাত খরচার টাকা নিজেরাই পরিশ্রম করে অর্জন করতে চান। আর তার জন্য প্রচুর সুযোগ রয়েছে আশেপাশে। অনলাইনে একটু সার্চ করলেই দেখা যাবে বিভিন্ন কোম্পানিতে ফ্রেশার্স নিয়োগ করা হয়। প্রচুর ওপেনিং থাকে। ছাত্র-ছাত্রীদের জন্য কোন ধরনের কাজ বেস্ট হবে, সেটি আজকের প্রতিবেদনে আলোচনা করে নেওয়া যাক।
১) কনটেন্ট রাইটিং
আপনি যদি লেখালেখিতে পারদর্শী হন তাহলে কনটেন্ট রাইটিং ফিল্ড আপনার জন্য উপযুক্ত। বিভিন্ন চ্যানেলের জন্য স্ক্রিপ্ট রাইটিং, নিউজ পোর্টালের রাইটিং এমনকি অ্যাডভারটাইজমেন্টের জন্যও লোক নেওয়া হয়। পড়াশোনার সঙ্গে রিসার্চ জাতীয় কাজ করলে আপনার দক্ষতা বাড়বে।
২) এডিটিং
এডিটিং এর কাজ জেনে থাকলে এই ফিল্ডেও দারুন ওপেনিং রয়েছে। ফ্রিল্যান্সিং ক্ষেত্রে অনেকেই এডিটর নিয়োগ করে থাকে। বিভিন্ন কোম্পানিতে কিংবা পার্ট টাইম জব এর সুযোগ থাকে। আপনি বাড়িতে বসে ফটো, ভিডিও ইত্যাদি এডিটিং করে রোজগার করতে পারবেন।
৩) টিউশনি
পড়াশোনার পাশাপাশি যদি পড়ানো যায় তাহলে জ্ঞানের ভান্ডার বাড়ে। তাই স্কুল-কলেজে পড়া ছেলেমেয়েরা অন্যান্য ক্লাসের টিউশনি করতে পারেন। এতে আপনার পার্ট টাইমে ইনকাম যে
৫) ডেটা এন্ট্রি
বর্তমানে বিভিন্ন কোম্পানি ডেটা এন্ট্রির কাজের জন্য লোক রিক্রুট করে থাকে। আপনার যদি বেসিক কম্পিউটারের জ্ঞান থাকে, আপনি যদি দ্রুত টাইপিং জেনে থাকেন, আপনার বাড়িতে যদি নিরবচ্ছিন্ন ইন্টারনেট পরিষেবা থাকে তবে বাড়িতে বসে ডেটা এন্ট্রির কাজ করে সেখান থেকে ইনকাম করা সম্ভব।
আরও পড়ুন : পোস্ট অফিসের দুর্দান্ত সঞ্চয় প্রকল্প! মাত্র ২ লাখ টাকা জমা করুন হাতে পান ৯ লাখ।