Bangla News Dunia, Pallab : এনিয়ে টানা ১০ দিন সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন (LoC Ceasefire) করল পাকিস্তান (Pakistan)। শনিবার রাতেও নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি চালানোর অভিযোগ উঠেছে পাকিস্তানি সেনার বিরুদ্ধে। ভারতীয় সেনাবাহিনী সুশৃঙ্খলভাবে এর জবাব দিয়েছে।
আরও পড়ুন : পিত্তথলির পাথরের লক্ষণ কি কি ? জানুন সঠিক কারণ
সূত্রের খবর, শনিবার রাতে জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) কুপওয়ারা, বারামুল্লা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধর, নওশেরা, সুন্দরবনি এবং আখনুর এলাকায় বিনা উসকানিতে গুলিবর্ষণ করেছে পাক সেনা। ভারতীয় সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, ‘২০২৫ সালের ৩ এবং ৪ মে-র মধ্যবর্তী রাতে নিয়ন্ত্রণরেখাজুড়ে পাকিস্তানি সেনা বিনা উসকানিতে ছোট অস্ত্রের মাধ্যমে গুলিবর্ষণ করেছে।’ যদিও এই সংঘর্ষে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। ২০২১ সালের ফেব্রুয়ারিতে ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি চুক্তি পুনর্নবীকরণের পর নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকায় গুলিবর্ষণের ঘটনা কমে গিয়েছিল। কিন্তু সম্প্রতি পহেলগাঁও হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে। এরপর গত ২৪ এপ্রিল থেকে প্রতি রাতেই বিনা উসকানিতে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ উঠছে পাক সেনার বিরুদ্ধে।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন পর্যটক। পাক মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী লস্করের ছায়া সংগঠন এই হামলার দায় স্বীকার করার পরই পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে ঠেকেছে (India-Pakistan)। ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করেছে নয়াদিল্লি। পালটা পদক্ষেপ করেছে পাকিস্তানও। যদিও পহেলগাঁওয়ের ঘটনার দায় এখনও অস্বীকারই করছে পাকিস্তান।
আরও পড়ুন : পাকিস্তানের উপর ‘ডিজিটাল স্ট্রাইক’ জারি রেখেছে ভারত !
আরও পড়ুন : ওষুধ ছাড়াই অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে চান? জেনে নিন ঘরোয়া উপায়