Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পহেলগাঁওয়ের বদলায় ‘অপারেশন সিঁদুর’ চালাচ্ছে পাকিস্তান।পাকিস্তানকে পঙ্গু করছে ভারত। একের পর এক হামলায় ত্রাহি ত্রাহি অবস্থা পাকিস্তানের। তবে এই পরিস্থিতিতে ভয় ধরাচ্ছে পরমাণু হামলা। পরমাণু হামলা হলে কী ক্ষয়ক্ষতি হতে পারে? কী এর প্রভাব, অনেকেরই অজানা। জেনে রাখা জরুরি।
পহেলগাঁও হামলার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে। ইতিমধ্যে, পাকিস্তানের ইসলামাবাদ বা করাচিতে পারমাণবিক হামলা হলে এর প্রভাব কী হতে পারে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
পাকিস্তানে যদি পারমাণবিক বোমা বিস্ফোরণ হয়, তাহলে কী হবে?
ইন্ডিয়া টুডে ম্যাগাজিনের একটি প্রতিবেদনে ব্যাখ্যা করা হয়েছে, পরমাণু হামলা হলে পরিস্থিতি কী হবে। এটি কী ধরনের ধ্বংসযজ্ঞ ঘটাতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, যদি শক্তিশালী পরমাণু বোমা বিস্ফোরিত হলে তা ১০০টি সূর্যের সমান শক্তি উৎপন্ন করবে। যেখানে পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটে, সেখানে ৫০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকা মানুষ অন্ধ হয়ে যেতে পারে। পাশাপাশি, তাপমাত্রাও দশ লক্ষ ডিগ্রি পর্যন্ত পৌঁছতে পারে।
আরও পড়ুন:- যুদ্ধকালীন পরিস্থিতিতে কালোবাজারি বরদাস্ত করবো না, কি ব্যবস্থা নিচ্ছেন মুখ্যমন্ত্রী ? জানুন
প্রতিবেদনে আরও বলা হয়েছে, হাওয়া এতটাই তীব্র হবে যে ১০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকা সমস্ত বাড়ি, গাছ বা অন্য কোনও জিনিস ধ্বংস হয়ে যেতে পারে। এই ঝড়ে আগুনের শিখা থাকবে, পৃথিবী সম্পূর্ণ উত্তপ্ত হয়ে উঠবে। গাছপালা এবং গাছ শুকিয়ে যাবে, মারা যাবে, এমনকি ইস্পাত এবং কাচও গলতে শুরু করবে। আকাশে বিরাট মেঘ তৈরি হবে। যার মধ্যে তেজস্ক্রিয় কণা ১০০ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়বে এবং মারাত্মক বিকিরণ ছড়িয়ে দেবে।
স্টিল মাখনের মতো গলে যাবে
বিস্ফোরণের প্রথম ঘণ্টায় প্রায় ২ লক্ষ মানুষ মারা যেতে পারে এবং কয়েক মাস পর ১ লক্ষ মানুষ ক্যান্সারে আক্রান্ত হবে। যেখানে পারমাণবিক বোমা বিস্ফোরিত হবে সেই জায়গাটি একটি বিশাল কবরস্থানে পরিণত হবে। বেশিরভাগ উঁচু বিল্ডিং ধরে রাখা বিশাল স্টিলের স্তম্ভগুলি মাখনের মতো গলে যাবে। বালি এত গরম হয়ে যাবে যে পপকর্নের মতো বিস্ফোরিত হবে। বিস্ফোরণস্থলের কাছাকাছি থাকা মানুষের শরীরে তীব্র জ্বালাপোড়া হবে।
পাকিস্তানের সেনা ছাউনিতে ভারতের ড্রোন হামলা
পাকিস্তানের পঞ্জাব প্রদেশের ওকারা সেনা ক্যান্টনমেন্টে ড্রোন হামলা চালিয়েছে ভারত। এই আক্রমণটি আজ সকালে (৯ মে ২০২৫) চালানো হয় বলে নিশ্চিত করা হয়েছে। এই মুহূর্তে পর্যুদস্ত পাকিস্তান। গতকাল রাতে, সাম্বায় একটি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয় বিএসএফ।