Bangla News Dunia, দীনেশ : ভারত-পাক যুদ্ধ আবহের (India-Pakistan Tension) মধ্যেই শনিবার পাকিস্তানের (Pakistan) ন্যাশনাল কমান্ড অথরিটির সঙ্গে বৈঠক ডেকেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শনিবার এমনই দাবি করেছিল পাকিস্তান রেডিও (Pakistan Radio)। এই খবর ছড়িয়ে পড়তেই তড়িঘড়ি বিবৃতি দিল পাকিস্তান। পাকিস্তানের ন্যাশনাল কমান্ড অথরিটি (এনসিএ)-র কোনও বৈঠক হচ্ছে না বলে জানিয়েছে পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ।
আরও পড়ুন : ভারত-পাকিস্তান সংঘাত আরও বাড়লে কী করবে আমেরিকা ? জানতে বিস্তারিত পড়ুন
এদিন সকালে পাকিস্তান রেডিও দেশের সেনা জনসংযোগ বিভাগ আইএসপিআর (Inter Services Public Relations)-কে উদ্ধৃত করে জানিয়েছে, বৈঠকে পাকিস্তান সেনার তিন বাহিনীর প্রধান ছাড়াও জয়েন্ট চিফ অফ স্টাফ, স্ট্রাটেজিক প্লানস ডিভিশন (এসপিডি)-র ডিরেক্টররা হাজির থাকবেন। এই অথরিটির হাতেই থাকে পরমাণু অস্ত্র এবং দূরপাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব। এই খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায় পাকিস্তান জুড়ে। এরপরেই বিবৃতি দেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। পাক সংবাদমাধ্যমকে তিনি বলেন, “ন্যাশনাল কমান্ড অথরিটির কোনও বৈঠক হয়নি। এমন কোনও বৈঠক হওয়ার কথাও নেই।” বস্তুত, পাকিস্তানের সামরিক এবং অসামরিক শীর্ষকর্তাদের নিয়ে গঠিত এই কমিটির হাতেই রয়েছে সে দেশের পরমাণু অস্ত্র এবং দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের ভার।
আরো পড়ুন : পরমাণু হামলায় কীরকম ক্ষতির সম্ভাবনা? জানুন
আরও পড়ুন:- দেশের সবচেয়ে শক্তিশালী ও বিপজ্জনক কমান্ডো কারা ? জেনে নিন