পরিচিত ব্যাংক গুলির সুদ কত ! টাকা কোথায় রাখবেন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- পরিচিত ব্যাংক গুলির সুদ কত ! আমাদের দেশের বহু মানুষ বেশি সুদ দেওয়া সব সংস্থার পিছনে না ছুটে তারা তাদের টাকা জমানোর জন্য বেছে নেন কিছু স্থায়ী আমানত। কিছু কিছু ব্যাংক আছে যারা ৬০ বছরের বেশি বয়সী প্রবীণ আমানতকারিদের জন্য সুদের হার কিছুটা বেশি করে দেয়। আপনার টাকার সঞ্চয়ের একমাত্র নিরাপদ স্থান ব্যাংকের স্থায়ী আমানত।

দেখুন কোন ব্যাংকের কত ——–

১. স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় যদি ৭ দিন থেকে ১০ বছর অবধি স্থায়ী আমানতে টাকা জমান তাহলে সুদ পাবেন বছরে ২.৯ শতাংশ থেকে ৫.৪ শতাংশ পর্যন্ত। আর প্রবীণ আমানতকারিরা তুলনায় একটু বেশি সুদ পাবেন। সুদের পরিমান হবে ৩.৪ শতাংশ থেকে ৬.২ শতাংশ সুদ।

২. পঞ্জাব ন্যাশনাল ব্যাংকে জন্য স্থায়ী আমানতে সুদের হার থাকে ৩ শতাংশ থেকে ৫.৩ শতাংশ। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে জমানো টাকা সুদ দেওয়া হয় ৩.৭৫ শতাংশ থেকে ৫.৮ শতাংশ।

technical coching

৩. কানাড়া ব্যাংকে জমানো আমানতের সুদের হার ২.৯৫ শতাংশ থেকে ৫.৫ শতাংশ। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদ রয়েছে ২.৯৫ শতাংশ থেকে ৬ শতাংশ।

আরো পড়ুন :- আচার্য চাণক্যের এই নীতি গুলি জানলে , আপনি কখনোই মানুষ চিনতে ভুল করবে না

৪. এইচডিএফসি ব্যাংক আমানতে গ্রাহকদের ২.৫ শতাংশ থেকে ৫.৫ শতাংশ হারে সুদ দেয়। তবে নিয়মানুযায়ী প্রতিবন্ধী নাগরিকদের তুলনায় প্রবীণ নাগরিকদের সুদের হার কম। তাঁদের ক্ষেত্রে সুদের হার থাকে ৩ শতাংশ থেকে ৬.২৫ শতাংশ।

তাই নিজের আমানত রাখার আগে অবশ্যই খোঁজ নিন আর ব্যাংকে রাখুন।

Highlights

1. পরিচিত ব্যাংক গুলির সুদ কত !

2. নিজের আমানত রাখার আগে অবশ্যই খোঁজ নিন আর ব্যাংকে রাখুন

#Bank #FD 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন