Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আজকে আমরা কিছু বেসরকারি স্কলারশিপের সম্পর্কে আলোচনা করতে চলেছি। রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার ছাড়াও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান মেধাবী ও দুঃস্থ ছাত্র ছাত্রীদের জন্য বিভিন্ন রকম স্কলারশিপের ব্যবস্থা করে থাকেন। স্কলারশিপ চালু করার প্রধান কারণ হলো, যে সমস্ত ছাত্র ছাত্রীরা পড়াশোনায় অত্যন্ত মেধাবী হওয়া সত্ত্বেও শুধুমাত্র অর্থনৈতিক পরিকাঠামোগত অবস্থার অনুন্নত হওয়ার জন্য পড়াশোনাকে পিছনে ফেলে আসতে হয়।
জনপ্রিয় বেসরকারি স্কলারশিপের তালিকা
এই সমস্ত ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য এবং নিজের পায়ে দাঁড়ানোর জন্য সরকারি এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান থেকে স্কলারশিপের মাধ্যমে বৃত্তি প্রদান করা হয়। বেসরকারি স্কলারশিপ গুলোতে কিভাবে আবেদন করবেন? আবেদনের যোগ্যতা, এছাড়া অন্যান্য তথ্য সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরবো। আপনি যদি এমন স্কলারশিপের জন্য আবেদন করতে ইচ্ছুক হন, তাহলে সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।
পশ্চিমবঙ্গের ছাত্রদের জন্য সেরা প্রাইভেট স্কলারশিপ
জিন্দাল স্কলারশিপ (Sitaram Jindal Scholarship) : – “সিতারাম জিন্দাল ফাউন্ডেশন” দরিদ্র পরিবারের মেধাবী পড়ুয়াদের জন্য বৃত্তি প্রদান করা হয়। জানা গেছে, প্রত্যেক বছর প্রায় ১২ হাজার পড়ুয়াকে বৃত্তি প্রদান করা হয়। 10000 থেকে 35000 টাকা পর্যন্ত অনুদান প্রদান করা হয়। একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রী, আইটিআই কোর্স ও ডিপ্লোমা কোর্সের ক্ষেত্রে, স্নাতক ও স্নাতকোত্তর ইঞ্জিনিয়ারিং ও চিকিৎসা বিভাগের ছাত্র ছাত্রীদের জন্য, মেডিকেল টেকনিশিয়ান ও ফার্মেসি কোর্সে।
Top Private Scholarship 2025
ছেলেদের জন্য 65%, মেয়েদের জন্য 60% নম্বর নিয়ে যে কোনো কোর্সে উত্তীর্ণ হতে হবে। সীতারাম জিন্দাল এর অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করে প্রবেশ করতে হবে। এখানেই আবেদন ফর্ম পাওয়া যাবে, সেটি পূরণ করে সাবমিট করতে হবে। এছাড়া অফলাইন স্পিড পোস্ট দ্বারা পাঠাতে হবে। আর নিজের যেই সকল তথ্য চাওয়া হবে সেই তথ্য পড়ুয়াদের দিয়ে দিতে হবে।
আরও পড়ুন:- ATM থেকে টাকা তোলার চার্জ আরও বাড়ছে। কবে থেকে, কত খরচ? জেনে নিন
টাটা স্কলারশিপ (TATA Scholarship) :- দেশের অন্যতম সব থেকে বড় ব্যবসায়ী টাটা গ্রুপের তরফ থেকে টাটা ক্যাপিটাল বৃত্তি ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে দেওয়া হয়। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করেছে যে সমস্ত পড়ুয়ারা, তাঁরা এই বেসরকারি স্কলারশিপর মাধ্যমে ১০০০০ থেকে ১২০০০ টাকা বছরে পেয়ে থাকে। আবেদন সম্পূর্ণভাবে অনলাইনে করা হয়।
জিপি বিড়লা স্কলারশিপ (J P Birla Scholarship) :- “জিপি বিড়লা স্কলারশিপ ফাউন্ডেশন” পশ্চিমবঙ্গ থেকে মেধাবী ছাত্র ছাত্রীদেরকে বৃত্তি প্রদান করে থাকে। যারা দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং যাদের পারিবারিক বার্ষিক আয় কম, পড়াশোনা মেধাবী পড়ুয়াদের জন্য আর্থিক সাহায্য করা হয়। প্রতি বছর ১০০ জন ছাত্র ছাত্রীকে নির্বাচিত করা হয়।
প্রতি শিক্ষার্থী প্রতি বছর 50000 টাকা করে পায়। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর যে কোনো স্নাতক ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল, ফার্মেসী এই সব কোর্সে ভর্তির জন্য বেসরকারি স্কলারশিপ দেওয়া হয়। বোর্ড ছাত্রদের জন্য 85%
CBSE, ISE-র জন্য 90% নিয়ে পাস করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করে অফিসিয়াল সাইটের মাধ্যমে বা অফলাইনে স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে।
আলো মেধা বৃত্তি (Aalo Scholarship) :- “Aalo স্কলারশিপ চ্যারিটি অর্গানাইজেশন” বিপিএল পরিবারের মেধাবী পড়ুয়াদের জন্য আর্থিক সাহায্য করে থাকে। প্রতি বছর 5000 টাকা করে পায়, শিক্ষার্থীদের দশম শ্রেণী পাস করতে হবে। বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে 75% এবং কলা বিভাগে জন্য 70% নাম্বার থাকতে হবে। অফিসিয়াল সাইটে ফর্ম পূরণ করতে হবে।
প্রিয়মবদা বিড়লা স্কলারশিপ (Priyambada Birla Scholarship) :- প্রিয়মবদা বিড়লা বৃত্তি মেধাবী কিন্তু অভাবী ছাত্রদের জন্য প্রদান করা হয়। যারা স্নাতক ডিগ্রি কোর্স অধ্যয়নরত যেমন B.A, B.Com, B.Sc, BBA, BCA, LLB, B.E, B.Tech, MBBS / BDS বা পশ্চিমবঙ্গ রাজ্যের স্বীকৃত কলেজ প্রতিষ্ঠানে অনুরূপ কোর্স করেছেন, তাদের বার্ষিক পারিবারিক আয় ৬০,০০০ টাকার কম তারা শুধু আবেদনের যোগ্য।
প্রতি শিক্ষার্থী প্রতি বছর 24000 টাকা করে পায়। স্নাতক ডিগ্রি কোর্স যেমন – B.A., B.Com, B.Sc, BBA, BCA, LLB, B.E. / B. Tech, MBBS / BDS বা পশ্চিমবঙ্গ রাজ্যের স্বীকৃত কলেজ / প্রতিষ্ঠানে অনুরূপ কোর্স করলে অনুদান পাবেন। ছেলেদের জন্য 85%, মেয়েদের জন্য 80%। কিন্তু, 90% বেশি সুযোগ পাওয়ার জন্য সুপারিশ করা হয়েছে।
আরও পড়ুন:- বিরাট সুখবর! ভারতীয় রেলে ১০ হাজার শূন্যপদে নিয়োগ, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখুন
অনন্ত মেধা বৃত্তি (Anant Scholarship) :- অনন্ত মেধা বেসরকারি স্কলারশিপ সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের জন্য দেওয়া হয়। যারা দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা সফলভাবে পাশ করার পর উচ্চতর পড়াশোনা করতে পারে তার জন্য এই বৃত্তি প্রদান করা হয়। প্রতি বছর প্রতি শিক্ষার্থীর জন্য 10000 থেকে 15000 টাকা পায়।
মাধ্যমিক/ CBSE / ICSE, একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রী, ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল ফার্মেসী এই সব কোর্সের জন্য স্কলারশিপ দেওয়া হয়। যে শিক্ষার্থীরা তাদের দশম বা দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় 70% বা তার বেশি স্কোর করে, পারিবারিক আয় বার্ষিক 60000 টাকার কম হতে হবে তবেই আবেদন করা যাবে। অফিসিয়াল সাইটে ক্লিক করে আবেদন করতে হবে।
রায় মার্টিন স্কলারশিপ (Ray Martin Scholarship) :- বই প্রকাশক কোম্পানির তরফ থেকে মেধাবী পড়বাদের জন্য বেসরকারি স্কলারশিপ দেওয়া হয়, এককালীন ছাত্র প্রতি 10000 টাকা করে পায়। মাধ্যমিক পাস করলেন এই স্কলারশিপের জন্য আবেদন করা যায়। অফলাইনের মাধ্যমে এই বেসরকারি স্কলারশিপর জন্য আবেদন করতে হবে।
পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষার্থীদের জন্য সেরা প্রাইভেট স্কলারশিপ
কোলগেট স্কলারশিপ (Colgate Scholarship) :- “কিপ ইন্ডিয়া স্মাইলিং ফাউন্ডেশন স্কলারশিপ” পক্ষ থেকে প্রত্যেক অর্থনৈতিকভাবে দুর্বল ছাত্র ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। যারা যোগ্য এবং মেধাবী কিন্তু তাদের ভবিষ্যতের স্বপ্ন পূরণের জন্য এবং আর্থিক সহায়তার পাশাপাশি, ছাত্র ছাত্রীদের মেন্টর শিপ এবং ক্যারিয়ার গাইডেন্সের দিকেও মনোনিবেশ করা হয়।
প্রতি শিক্ষার্থী প্রতি বছর 30000 টাকা দেওয়া হয়, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ, সাধারণ স্নাতক, ইঞ্জিনিয়ারিং কোর্স ডিপ্লোমা এবং বিটেক উভয় ছাত্র বিডিএস, BDS কোর্সে জন্য দেওয়া হয়। ছেলেদের জন্য 65%, মেয়েদের জন্য 60% নম্বর থাকতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করে আবেদন করতে হয়।
পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীদের জন্য সেরা বেসরকারি স্কলারশিপ গুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়া হল।
আরও পড়ুন:- ফুচকা প্রেমীরা আজই সাবধান হোন ! কি বলছেন ডায়েটিশিয়ান ? জেনে নিন