Bangla News Dunia, Pallab : পশ্চিমবঙ্গের লক্ষাধিক রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। সম্প্রতি ভারতীয় সুপ্রিম কোর্ট এক গুরুত্বপূর্ণ রায়ে জানিয়ে দিয়েছে, রাজ্য সরকারকে আগামী ৪ সপ্তাহের মধ্যে কর্মীদের ২৫% বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Allowance বা DA) প্রদান করতে হবে। এই রায় একদিকে যেমন কর্মীদের মধ্যে আশার আলো জ্বালিয়েছে, তেমনি রাজ্য সরকারের উপর আর্থিক ও প্রশাসনিক চাপও বাড়িয়েছে। রাজ্য সরকারের এই টাকা দিতে গেলে রাজ্যের যে সমস্ত প্রকল্প রয়েছে সেগুলো কিছু কিছু বন্ধ করে দিতে হবে না হলে টাকার পরিমাণ কিছুটা কমিয়ে দিতে হবে। বর্তমান যে পরিস্থিতি রাজ্য সরকারি কর্মীদের টাকা দিতে গেলে রাজ্যের কোষাগার প্রায় শূন্য হয়ে যাওয়ার উপক্রম। এই পরিস্থিতিতে রাজ্য সরকার যে সমস্ত সরকারি প্রকল্পের টাকা দিয়ে থাকেন সেগুলো আর দেওয়ার সামর্থ্য থাকবে না রাজ্য সরকারের।
আরও পড়ুন : বাজারে আসছে নয়া ২০ টাকার নোট ! আগের গুলো কি বাতিল হচ্ছে ?
আদালতের স্পষ্ট নির্দেশ: সময়ের মধ্যে বকেয়া পরিশোধ বাধ্যতামূলক
সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, রাজ্য সরকার আর এই ইস্যুতে কোনো ধরনের টালবাহানা করতে পারবে না। ৮ বছরের দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে এই রায় সরকারি কর্মীদের ন্যায্য প্রাপ্তির পথ খুলে দিয়েছে। যদিও পূর্বেও রাজ্য সরকার ডিএ ইস্যুতে নানা অজুহাত দেখিয়ে সময়ক্ষেপণ করেছে, এবার আদালতের কড়া নির্দেশে আর সেসব চলবে না বলেই আশা করা হচ্ছে।
কর্মীদের মধ্যে আশার আলো, তবে শঙ্কাও রয়ে গেছে
সরকারি কর্মীরা দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন তাদের প্রাপ্য বকেয়া মহার্ঘ ভাতার। আদালতের নির্দেশের পর কর্মীদের মধ্যে স্বস্তি এসেছে ঠিকই, তবে অনেকে মনে করছেন, রাজ্য সরকার আবারও নানা প্রশাসনিক জটিলতা সৃষ্টি করে এই প্রক্রিয়ায় বিলম্ব ঘটাতে পারে। বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “বিচারাধীন বিষয়ের ওপর মন্তব্য করবো না, আমরা আইন মেনে চলব”—এই মন্তব্য কিছুটা ধোঁয়াশা তৈরি করেছে।