পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা বকেয়া ডিএ কবে পাবেন? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বকেয়া ডিএ (Dearness Allowance) নিয়ে দীর্ঘ দিন ধরেই টানা পোড়েন চলছে। সরকারি কর্মচারীদের দাবি অনুযায়ী, কেন্দ্রীয় হারে ডিএ না পাওয়ায় তারা আর্থিকভাবে বঞ্চিত হচ্ছেন। বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই জন সাধারণ এবং কর্মচারীরা জানার চেষ্টা করছেন বকেয়া ডিএ কবে দেওয়া হবে এবং সরকারের প্রতিক্রিয়া কী? চলুন গুরুত্বপূর্ণ বিষয় গুলো পয়েন্ট ধরে জেনে নিই।

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা ডিএ কবে পাবেন?

বিগত ১৬ ই মে অনেক দিন পর সুপ্রিম কোর্টে এই মহার্ঘ ভাতা (Dearness Allowance) মামলা উঠেছিল এবং এইখানে কোর্টের তরফে প্রথমে ৫০% ভাতা মেটানোর কথা বলা হলেও রাজ্যের আইনজীবী জানান যে এর ফলে রাজ্যের অর্থ ব্যবস্থা একেবারে ভেঙে যাবে এবং এর পর কোর্টের তরফে আগামী ৬ সপ্তাহ মানে ২ – ৩ মাসের মধ্যে এই সকল বকেয়ার মধ্যে থেকে ২৫% মিটিয়ে দিতে হবে আদালতের অফিসিয়াল সাইটে এই মর্মে সকল তথ্য আপলোড করা হয়েছে। কিন্তু এই নিয়ে সরকারের তরফে কোন প্রকারের কথা ঘোষণা করা হয়নি এখন।

আরও পড়ুন:- পার্বতী বাউলকে তাড়িয়েই দিল আমেরিকা ? কারণ জানতে বিস্তারিত পড়ুন

পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের মতো ডিএ দেওয়া সম্ভব নয়, কারণ রাজ্যের আর্থিক ক্ষমতা সেই পর্যায়ের নয়। কিন্তু এর আগে ২০২৩ সালের মার্চ মাসে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, বকেয়া ডিএ প্রদান করতে হবে। কিন্তু রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল করে, এখন পর্যন্ত চূড়ান্ত রায় আসেনি, তবে আদালতের দিকেই তাকিয়ে আছেন লক্ষাধিক সরকারি কর্মচারী।

রাজ্য সরকারের আর্থিক যুক্তি

রাজ্য সরকার বলছে, কেন্দ্রীয় হারে ডিএ দিলে রাজ্য কোষাগারের উপর প্রচণ্ড চাপ পড়বে, তারা এটিও বলছে যে, রাজ্যে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক প্রকল্প চালাতে গিয়ে প্রচুর খরচ হয়, তাই অতিরিক্ত বোঝা নেওয়া সম্ভব নয়। বকেয়া ডিএ আদৌ মিলবে কি? এই প্রশ্নের এখন সরাসরি উত্তর কারো কাছেই নেই, বিষয়টি সম্পূর্ণভাবে সরকারের উপর নির্ভর করছে।অনেকেই ভাবছেন ধাপে ধাপে ডিএ মেটানোর রোড ম্যাপ তৈরি হতে পারে।

এবারে পশ্চিমবঙ্গ সরকারের তরফে এই নির্দেশ নিয়ে কবে কোন আধিকারিক ঘোষণা করা হয় নবান্ন থেকে বা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই নিয়ে কি বলেন সেই দিকেই তাকিয়ে অনেকেই। কিন্তু কিছু মানুষ মনে করছেন যে ফের আদালতে পুন বিবেচনার আপিল করা হতে পারে এবং তাহলে এই মামলা আরও পিছিয়ে যাবে, কিন্তু ২৫% ভাতা দিয়ে দিলে দুর্গাপুজোর আগে অনেকটাই সুবিধা হবে সকলের এমনটাই মনে করা হচ্ছে।

আরও পড়ুন:- এই শেয়ারের দাম টানা ৫ দিন ধরে বেড়ে চলেছে, ১৮৯% মুনাফা বৃদ্ধি। জেনে নিন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন