পশ্চিমবঙ্গে আবার গরমের ছুটি বাড়ানো হবে ? সরকারের সিদ্ধান্ত জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, Pallab : ফের একবারের জন্য গরমের ছুটি (Summer Vacation) বৃদ্ধি করা হবে? এমনই এক খবর এখন শুনতে পাওয়া যাচ্ছে। গ্রীষ্মে অসহনীয় তাপপ্রবাহে জেরবার পশ্চিমবঙ্গবাসী। রাজ্যের অনেক জায়গায় তাপমাত্রা ছুয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। এর ফলে স্কুল, কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য অভিভাবক ও শিক্ষক মহলে আবার নানা কথা শুনতে পাওয়া যাচ্ছে। ইতি মধ্যেই অনেক জেলায় ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে এখন প্রশ্ন আবারও কি বাড়ানো হচ্ছে গরমের ছুটি?

আরও পড়ুন : LPG সিলিন্ডার থেকে PF, UPI, ফিক্সড ডিপোজিট ! বদলে যাচ্ছে বহু নিয়ম

Summer Vacation Extend News in West Bengal

পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। রাজ্যে আগামী কয়েক দিন ৪০ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা বজায় থাকলে ছুটি বাড়ানোর বিষয়টি পুনরায় বিবেচনা করা হবে। তবে এখনও পর্যন্ত সরকার পক্ষ থেকে নতুন করে ছুটি বাড়ানোর কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। কিন্তু এরই সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদে চিঠি গেছে যে টানা ছুটি না দিয়ে মর্নিং ক্লাস শুরু করার।

কোন জেলাগুলিতে তাপপ্রবাহ সবথেকে বেশি?

রাজ্যের দক্ষিণ ও পশ্চিমের জেলা গুলিতে সব থেকে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য – পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূম, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনার কিছু অংশ। এই জেলা গুলিতে দুপুরের দিকে রাস্তাঘাট কার্যত ফাকা হয়ে যাচ্ছে, কারণ মানুষ তাপের দাপট এড়িয়ে ঘরে থাকতেই বেশি পছন্দ করছেন।

আরো পড়ুন : ‘মিনিমাম ব্যালেন্স’-এর নিয়ম তুলে দিল এই সরকারি ব্যাঙ্ক ! বড় স্বস্তি গ্রাহকদের

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন