পশ্চিমবঙ্গে চাকরির দিশা, মুখ্যমন্ত্রীর ঘোষণা রাজ্যে আসছে এক লক্ষ নতুন নিয়োগ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : রাজ্যের সমস্ত বেকার যুবক-যুবতীদের জন্য বিশাল বড় সুখবর। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি জানিয়েছেন, পশ্চিমবঙ্গে একাধিক সরকারি দপ্তর রয়েছে এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে শূন্যপদ পূরণের জন্য শুরু হতে চলেছে ব্যাপক নিয়োগ প্রক্রিয়া। প্রায় ১ লক্ষ শূন্যপদে নিয়োগ করা হবে আগামী কয়েক মাসের মধ্যেই। ২০২৬ এ রয়েছে বিধানসভা নির্বাচনের আগেই এই সমস্ত শূন্য পদে নিয়োগ সম্পন্ন করার চিন্তা ভাবনায় রয়েছে রাজ্য সরকার। দীর্ঘদিন ধরে যারা সরকারি চাকরির আশায় বসে রয়েছেন মুখ্যমন্ত্রীর এই ঘোষণা নতুন করে আশার আলো দেখিয়েছে।

আরও পড়ুন : বিদ্যুৎ বিল কমাতে সরকারের নতুন উদ্যোগ! কি সুবিধা হবে ? বিস্তারিত জেনে নিন

মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়া হবে একদম স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত। রাজ্যের বেশ কিছু সরকারি দপ্তর যেমন শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, পুলিশ ও অন্যান্য গুরুত্বপূর্ণ দপ্তর মিলিয়ে এই বিশাল নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে। বিশেষ করে রাজ্যের প্রত্যন্ত এলাকা ও পিছিয়ে পড়া শ্রেণির মানুষদের জন্য এই নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায় মহিলারা এবং অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির চাকরিপ্রার্থীরা এই সুযোগ থেকে বিশেষভাবে উপকৃত হবেন।

সরকারি তরফে জানানো হয়েছে সমস্ত ধরনের শিক্ষাগত যোগ্যতা যেমন মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং স্নাতক পাশ যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের জন্য থাকবে বিভিন্ন ধরণের পদ। যেমন স্কুলের শিক্ষক, নার্স, স্বাস্থ্যকর্মী, ক্লার্ক, পুলিশ কনস্টেবল, দপ্তরী, গ্রুপ-ডি কর্মী ইত্যাদি। সম্পূর্ণ ফ্রেশ ভাবে এখানে কর্মী নিয়োগ করা হবে এবং এই নিয়োগ হবে একেবারে দুর্নীতিমুক্ত।

এই প্রক্রিয়াটি হবে সম্পূর্ণ অনলাইন ও ডিজিটাল ভিত্তিক, যাতে আবেদনকারীদের কোনও রকম হয়রানির শিকার হতে না হয়। রাজ্য সরকারের অফিশিয়াল পোর্টালে শীঘ্রই প্রকাশিত হবে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি ও আবেদন ফর্ম। আবেদনকারীদের সুবিধার্থে প্রতিটি ব্লক, মহকুমা ও জেলা স্তরে থাকবে সাহায্য কেন্দ্র বা হেল্প ডেস্ক, যারা অনলাইন আবেদন প্রক্রিয়ায় প্রার্থীদের সহায়তা করবে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন