গত কয়েক দিন ধরে পশ্চিমবঙ্গের তাপমাত্রা ক্রমাগত বাড়ছে এবং এরই সঙ্গে তাপপ্রবাহের সতর্কতাও জারি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলা গুলিতে গরমের প্রকোপ থাকবে মারাত্মক। এই পরিস্থিতিতে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। গরমে সুস্থ থাকার জন্য এই পুরো প্রতিবেদনটি দেখে নিন।
আরও পড়ুন : ভারত-পাকিস্তান সংঘাত আরও বাড়লে কী করবে আমেরিকা ? জানতে বিস্তারিত পড়ুন
পশ্চিমবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উল্লেখিত জেলা গুলিতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে – কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, এই জেলা গুলিতে দুপুর ১২টা থেকে বিকেল ৪ টার মধ্যে বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু যাদের বেরতেই হয় তাদের কিছু কিছু নিয়ম মেনে চলতে হবে সেই সম্পর্কে জেনে নেওয়া যাক।
কেমন থাকবে তাপমাত্রা?
- কলকাতা ও আশে পাশের এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ – ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌছাতে পারে।
- বাঁকুড়া, পুরুলিয়া, ও মেদিনীপুরে তাপমাত্রা ৪৪ ডিগ্রি ছাড়াতে পারে।
- বাতাসে আর্দ্রতা কম থাকায় গরমের অনুভূতি আরও বেশি তীব্র হবে।
কতদিন চলবে এই গরমের প্রকোপ?
আবহাওয়া দফতর জানিয়েছে, এই তাপপ্রবাহ কমপক্ষে ৩ – ৪ দিন স্থায়ী হতে পারে। এরপর একটি পশ্চিমী ঝঞ্ঝা রাজ্যে প্রবেশ করতে পারে, যার ফলে কিছু এলাকায় সাময়িক বৃষ্টি হতে পারে। তবে সেটি কতটা প্রভাব ফেলবে, তা এখনও নিশ্চিত নয়। আবহাওয়া দফতর ও স্বাস্থ্য দপ্তরের পরামর্শ অনুযায়ী, এই গরমে সাধারণ মানুষকে নিচের সতর্কতাগুলি মানার আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন : ভারতের S-400 VS পাকিস্তানের HQ-9 ডিফেন্স সিস্টেম, কে কতটা এগিয়ে ? জানুন