পশ্চিমবঙ্গে মাধ্যমিক পাশে Polytecnic ও ITI কলেজে ভর্তি শুরু হল। আবেদন করতে কি নথি লাগবে জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পশ্চিমবঙ্গ সরকার মাধ্যমিক পাশ করা ছাত্র ছাত্রীদের জন্য Polytechnic ও ITI কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু করেছে। মুলত WBSCTVESD (West Bengal State Council for Vocational Training) এর অধীনে সকল পলিটেকনিক ও আইটিআই কলেজে বিনা পরীক্ষায় বা কমন অনলাইন ভর্তি নেওয়া হচ্ছে। এই ভর্তির মাধ্যমে ছাত্র ছাত্রীরা প্রযুক্তিগত ও দক্ষতা ভিত্তিক শিক্ষায় উন্নত হতে পারবেন, যা ভবিষ্যতের কর্মসংস্থানের জন্য দারুণ সুযোগ তৈরি করে। নিচে ধাপে ধাপে আবেদন, নথিপত্র, যোগ্যতা ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরা হলো।

পশ্চিমবঙ্গে মাধ্যমিক পাশের পর Polytechnic ও ITI ভর্তি শুরু!

যে কোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক (Class 10) পাশ করলেই Polytechnic বা ITI কোর্সে আবেদন করা যাবে, শিক্ষার্থীর বয়স কম পক্ষে ১৪ বছর হতে হবে, তবে বয়সের উর্ধ্ব সীমা নির্ভর করে কোর্স ও প্রতিষ্ঠান ভেদে আলাদা হতে পারে। আর আগে এই সকল তথ্য সম্পর্কে তথ্য দিয়ে দেওয়া হল এবং এই সকল কিছু জেনে নিলে অবশেষে সকল পড়ুয়াদের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:- দেশের সুরক্ষায় কাজ করছে 10টি স্যাটেলাইট, জানালেন ইসরোর চেয়ারম্যান

Polytecnic & ITI Online Application Process

  • ভর্তির আবেদন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করা যাবে।
  • পশ্চিমবঙ্গের সরকারি ও বেসরকারি Polytechnic এবং ITI কলেজ গুলির জন্য ভিন্ন ভিন্ন আবেদন পোর্টাল রয়েছে।
  • সরকারি Polytechnic এ ভর্তির জন্য JEXPO এবং ITI ভর্তির জন্য SCVT/NCVT এর অধীনে অনলাইন পোর্টাল ব্যবহৃত হয়।

আবেদন করতে যা প্রয়োজন

বৈধ মোবাইল নম্বর ও ইমেল আইডি, মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর ও মার্কশিট, পাসপোর্ট সাইজ ছবি ও স্বাক্ষর স্ক্যান কপি, মাধ্যমিক পাশের সার্টিফিকেট ও মার্কশিট, আধার কার্ড বা ভোটার আইডি পরিচয়পত্র হিসেবে, বয়সের প্রমাণ, বসবাসের প্রমাণ হিসাবে রেশন কার্ড, জাতিগত শংসাপত্র SC/ST/OBC সার্টিফিকেট প্রতিবন্ধী শংসাপত্র যদি থাকে তাহলে অবশ্যই জমা করতে হবে।

Polytechnic কোর্সের কিছু জনপ্রিয় ভাগ

  1. Civil Engineering
  2. Mechanical Engineering
  3. Electrical Engineering
  4. Computer Science
  5. Electronics & Telecommunication

ITI কোর্সের কিছু জনপ্রিয় ট্রেড

  1. Electrician
  2. Fitter
  3. Welder
  4. Mechanic (Motor Vehicle)
  5. Plumber
  6. COPA (Computer Operator and Programming Assistant)

ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু মে মাসের প্রথম সপ্তাহ থেকে জুন মাসের ১০ তারিখ পর্যন্ত এই দুই ভাগের কলেজেই ভর্তি নেওয়া হবে বলে জানানো হয়েছে। আবেদন করার জন্য পলিটেকনিকে ৪৫০ ও কন্যাশ্রীদের জন্য ২২৫ এবং আইটিআই হলে ২০০ ছেলেরা ও মেয়েরা ১০০। অবশ্যই বিজ্ঞান বিভাগের পড়ুয়ারা আবেদন করতে পারবেন। JEXPO ও VOCLET ভর্তির জন্য – webscte.co.in, ITI ভর্তি (SCVT/NCVT) – scvtwb.in. এই নিয়ে আরও জানতে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারবেন।

 

আরও পড়ুন:- এই গরমে বাড়ির রেফ্রিজারেটর ভাল রাখতে কী করবেন? কী করবেন না? নিয়মগুলি জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন