পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি ও চুক্তি ভিত্তিক কর্মীদের জন্য সুখবর, বাড়লো বেতন, পেনশন ও মহার্ঘ ভাতা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : অবশেষে ফের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একরাশ খুশির খবর নিয়ে এলো পশ্চিমবঙ্গ সরকার। সম্প্রতি রাজ্য সরকার এক বিজ্ঞপ্তির মাধ্যমে সরকারি কর্মী, পেনশনভোগী এবং চুক্তিভিত্তিক কর্মীদের বেতন ও মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে। এই পদক্ষেপের ফলে কয়েক লক্ষ সরকারি কর্মচারী উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। তাই তো আজকের প্রতিবেদনে এই সংক্রান্ত আরও বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে শেষ পর্যন্ত পড়ুন। 

আরো পড়ুন : বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা ? কী বলছে রাজ্য সরকার

সম্পর্কিত পোস্ট

লক্ষীর ভান্ডার নিয়ে বড় আপডেট, ভাতা বৃদ্ধি, একাউন্টে টাকা কবে, বাদ পরেছেন কী? – WB Lashmir Bhandar May 2025 Update

কর্মীদের বেতন ও পেনশন বৃদ্ধির সিদ্ধান্ত

ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর থেকে জানানো হয়েছে যে, রাজ্যের স্থায়ী সরকারি কর্মীদের বেতন কাঠামোয় ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে।এর পাশাপাশি, অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশনেও বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্ত কর্মচারীদের জীবনের মানোন্নয়নের পাশাপাশি রাজ্য প্রশাসনে আরও গতি আনবে।

এদিকে বিশেষজ্ঞদের মতে, এই বেতন বৃদ্ধি একদিকে যেমন কর্মচারীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করবে, তেমনই অন্যদিকে সরকারি পরিষেবার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।তাই বেতন বৃদ্ধির ফলে কর্মচারীদের মনোবল বাড়বে, যা প্রত্যক্ষভাবে তাদের কাজের গুণমান উন্নত করবে।

চুক্তিভিত্তিক কর্মীদের জন্য নতুন বেতন কাঠামো

শুধুমাত্র স্থায়ী কর্মচারীই নয়, রাজ্য সরকার চুক্তিভিত্তিক কর্মীদের কথাও ভেবেছে। বিশেষ করে, চুক্তিভিত্তিক ড্রাইভারদের জন্য অভিজ্ঞতা অনুযায়ী নতুন বেতন কাঠামো চালু করা হয়েছে।নিচে সেই সংক্রান্ত একটি চাপ দেওয়া হল

  • ৫ বছরের অভিজ্ঞতা থাকলে বেতন – ₹২০,০০০
  • ১০ বছরের অভিজ্ঞতা থাকলে বেতন – ₹২৫,০০০
  • ১৫ বছরের অভিজ্ঞতা থাকলে বেতন – ₹৩১,০০০
  • ২০ বছরের অভিজ্ঞতা থাকলে বেতন – সর্বোচ্চ ₹৩৮,০০০

সরকারের এই সিদ্ধান্ত রাজ্যের নিম্ন ও মধ্যম আয়ের চুক্তিভিত্তিক কর্মীদের জীবিকা সুরক্ষিত করবে। দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসা কর্মীরা সরকারের এই ঘোষণাকে ইতিবাচক চোখে দেখছেন।

আরও পড়ুন : সন্ত্রাস ও POK নিয়েই একমাত্র আলোচনা’, পাকিস্তানকে স্পষ্ট বার্তা মোদির

আরও পড়ুন : ফ্রি রেশন সামগ্রী পাওয়া বন্ধ হচ্ছে ? জানুন নতুন সিদ্ধান্তে কী বলছে সরকার

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন