Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রাজ্যের লোক শিল্পী ও গণ সংস্কৃতি কর্মীদের আর্থিকভাবে সহায়তা করতে পশ্চিমবঙ্গ সরকার লোকপ্রসার প্রকল্প (Lokprasar Scheme 2025) চালু করেছে। এই প্রকল্পের অধীনে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে প্রতিমাসে ১০০০ টাকা করে অনুদান দেওয়া হচ্ছে। পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই এই সুবিধা প্রযোজ্য। এই প্রতিবেদন থেকে আপনি জানতে পারবেন, কীভাবে এই প্রকল্পে আবেদন করবেন, কারা এই টাকা পাবেন এবং প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী।
পশ্চিমবঙ্গ সরকার লোকপ্রসার প্রকল্পে দিচ্ছে মাসে ১০০০ টাকা
- আবেদনকারী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- বয়স হতে হবে কমপক্ষে ১৮ বছর।
- লোক সংস্কৃতি বা গণনাট্য, বাউল, কীর্তন, ঝুমুর, ছৌ, কবিগান ইত্যাদি শিল্পের সঙ্গে যুক্ত হতে হবে।
- সরকারের অন্য কোনো আর্থিক সাহায্য পাচ্ছেন না এমন শিল্পীরা অগ্রাধিকার পাবেন।
কোন কোন শিল্পীরা এই প্রকল্পে অন্তর্ভুক্ত থাকবেন?
বাউল, কীর্তন, ছৌ নৃত্য, ঝুমুর, কবিগান, পটচিত্র, ভাওয়াইয়া, গণনাট্য, ঝারি গান। সরকারের তালিকা ভুক্ত অন্যান্য লোকশিল্পীরাও এই প্রকল্পে আবেদন করতে পারবেন। এই লোকপ্রসার প্রকল্পর অধীনে একজন শিল্পী প্রতি মাসে ১০০০ করে আর্থিক সহায়তা পাবেন, এটি সরাসরি ব্যাংক একাউন্টে ট্রান্সফার করা হয় এবং এরফলে রাজ্যের প্রায় কয়েক হাজার শিল্পীদের সুবিধা হতে চলেছে।
লোকপ্রসার প্রকল্প আবেদন করার প্রক্রিয়া
আপনার এলাকার বিডিও অফিস বা জেলা তথ্য ও সংস্কৃতি দফতরে যোগাযোগ করুন, সেখান থেকে আবেদনপত্র সংগ্রহ করুন অথবা সরকারি ওয়েবসাইটে গেলে পাওয়া যেতে পারে, আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টসহ জমা দিন।পরিচয় পত্র হিসাবে ভোটার কার্ড বা আধার কার্ড, বয়সের প্রমাণপত্র শিল্পচর্চার প্রমাণ, ব্যাংক একাউন্টের ডিটেলস, পাসপোর্ট সাইজ ছবি।
পুরুষ ও মহিলারা সমানভাবে আবেদন করতে পারবেন কারণ এই প্রকল্পে লিঙ্গভেদ নেই! পুরুষ, মহিলা এবং তৃতীয় লিঙ্গের শিল্পীরাও সমানভাবে এই সুবিধা পেতে পারেন, যদি তারা যোগ্যতা পূরণ করেন। যদি আপনার আবেদন গ্রহণ যোগ্য হয় এবং যাচাইয়ের পরে অনুমোদন মেলে, তাহলে প্রতি মাসের নির্দিষ্ট দিনে বর্ধিত ১০০০ টাকা আপনার একাউন্টে পাঠানো হবে। সাধারণত, আবেদনের ১ – ২ মাসের মধ্যেই টাকা পেতে শুরু হয়।
জেলা তথ্য ও সংস্কৃতি দফতর, ব্লক ডেভেলপমেন্ট অফিস (BDO) বা SDO, পঞ্চায়েত অফিস। লোক শিল্পকে বাঁচিয়ে রাখতে এবং শিল্পীদের উৎসাহ দিতে পশ্চিমবঙ্গ সরকারের এই পদক্ষেপ যথেষ্ট প্রশংসনীয়। আপনি যদি একজন লোক শিল্পী হন, তাহলে দেরি না করে লোকপ্রসার প্রকল্পে আবেদন করুন এবং এই মাসিক সহায়তার সুবিধা গ্রহণ করুন।
আরও পড়ুন:- সিকিম যাচ্ছেন? কোথায় কোন রাস্তা খোলা ? রাস্তার হাল জেনে পা ফেলুন