Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সাধারণ নাগরিকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা দিতে নানা ধরনের বীমা প্রকল্প চালু করেছে। স্বাস্থ্য থেকে শুরু করে কৃষি কিংবা বয়স্কদের পেনশন প্রত্যেক ক্ষেত্রে কিছু না কিছু সুবিধা মিলছে। আজ আমরা জানব পাচটি সেরা সরকারি বীমা প্রকল্প এবং তারা কীভাবে সাধারণ মানুষকে উপকৃত করছে। আগের থেকে জেনে নিলে ভালো সুবিধা হবে সকলের।
পশ্চিমবঙ্গ সরকারের পাঁচটি সেরা বীমা প্রকল্প
স্বাস্থ্য সাথী প্রকল্প (Swasthya Sathi Scheme) :- পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম সফল স্বাস্থ্য বিমা প্রকল্প “স্বাস্থ্য সাথী”। এই প্রকল্পের মাধ্যমে পরিবার প্রতি বছরে ৫ লক্ষ পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা সুবিধা পাওয়া যায়। সমস্ত রাজ্য বাসীর জন্য প্রযোজ্য, কোনো রকম প্রিমিয়াম লাগে না, পরিবারের মহিলা সদস্য এই কার্ডের প্রধান হোল্ডার হন, সরকারি ও নির্ধারিত বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা। সব খরচ সরকার বহন করে, Smart card এর মাধ্যমে পরিষেবা গ্রহণ, চিকিৎসা সংক্রান্ত তথ্য অনলাইনে পাওয়া যায়।
সামাজিক সুরক্ষা যোজনা (Social Security Scheme) :- এই প্রকল্প মূলত অসংগঠিত খাতের শ্রমিকদের জন্য চালু হয়েছে। দিন মজুর, হকার, গৃহ কর্মী প্রভৃতি পেশায় নিয়োজিত ব্যক্তিদের জন্য এটি অত্যন্ত উপকারী। মাসে ২৫ জমা দিলে সরকারও ৩০ পর্যন্ত অনুদান দেয়, দুর্ঘটনায় মৃত্যু হলে ২ লক্ষ এবং স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে ৫০,০০০ পর্যন্ত সহায়তা, ৬০ বছর পর মাসিক পেনশনও দেওয়া হয়। দিন মজুর, রিকশা চালক, নির্মাণ শ্রমিক, হকার, বয়স ১৮ থেকে ৬০ এর মধ্যে যারা আছেন।
জয় জোহার প্রকল্প (Jai Johar Scheme) :- এই প্রকল্পটি তফসিলি উপজাতি (Scheduled Tribes) সম্প্রদায়ের বয়স্ক নাগরিকদের জন্য তৈরি। ৬০ বছর বা তার বেশি বয়সী তফসিলি উপজাতি সম্প্রদায়ের নাগরিকরা এই প্রকল্পের আওতায়, মাসে ১,০০০ করে পেনশন প্রদান করা হয়, ব্যাংক একাউন্টে সরাসরি টাকা জমা পড়ে, কোনো ফর্মাল প্রিমিয়াম লাগে না, সরাসরি DBT (Direct Benefit Transfer) এর মাধ্যমে টাকা প্রাপকের একাউন্টে।
তফসিলি বন্ধু প্রকল্প (Taposili Bandhu Scheme) :- তফসিলি জাতি সম্প্রদায়ের মানুষের জন্য এটি একটি বয়স্কভিত্তিক পেনশন প্রকল্প। ৬০ বছর বা তার বেশি বয়স হলে যোগ্য, প্রতি মাসে ১,০০০ করে পেনশন দেওয়া হয়, কাগজ পত্র যাচাইয়ের পর সহজেই আবেদন করা যায়, এই প্রকল্পের মাধ্যমে সরকার তফসিলি জনগোষ্ঠীর জীবনের পরবর্তী পর্যায়ে আর্থিক সহায়তা নিশ্চিত করে।
বাংলা শস্য বীমা যোজনা (Bangla Shasya Bima Scheme) :- চাষিদের জন্য তৈরি করা পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প এটি। প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হলে সরকার ক্ষতিপূরণ দেয়। কোনো প্রিমিয়াম লাগে না, পুরো খরচ সরকার দেয়, ধান, ভুট্টা, সরষে, পাট সহ অনেক ফসল এই প্রকল্পের অন্তর্ভুক্ত, সরাসরি ব্যাংক একাউন্টে ক্ষতিপূরণের টাকা জমা পড়ে।
আরও পড়ুন:- সুফল বাংলা প্রকল্পে কৃষক ও শহরবাসীর জন্য বিরাট সুখবর, বিস্তারিত জেনে নিন