Bangla News Dunia, দীনেশ : পহলগাঁও হামলার পর ভারতের বিভিন্ন ওয়েবসাইটে অন্তত ১৫ লক্ষ বার হানা দিয়েছে পাক মদতপুষ্ট হ্যাকাররা। তবে লক্ষ লক্ষ বার চেষ্টা করলেও তারা সফল হয়েছে মাত্র ১৫০টি ক্ষেত্রে। মহারাষ্ট্র সাইবার সেলের তদন্ত রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মরক্কো এবং পশ্চিম এশিয়ার বেশ কয়েকটি দেশ থেকে সাইবার অ্যাটাক হয়েছে।
আরও পড়ুন : ফ্রি রেশন সামগ্রী পাওয়া বন্ধ হচ্ছে ? জানুন নতুন সিদ্ধান্তে কী বলছে সরকার
হ্যাকাররা দাবি করেছিল, মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের সার্ভার থেকে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করা হয়েছে। তাঁরা এমনও দাবি করেছিল যে, ভারতের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে সাইবার অ্যাটাকের কারণে নাকি বহু জায়গায় বিদ্যুৎ পৌঁছাচ্ছে না। যদিও সেই সমস্ত দাবিকে মিথ্যা বলে দাবি করা হয়েছে ‘রোড অফ সিঁদুর’ নামে মহারাষ্ট্র সাইবার সেলের ওই রিপোর্ট। তা ইতিমধ্যে বিভিন্ন তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে।
আরও পড়ুন : শীঘ্রই বালুচিস্তান হাতছাড়া হচ্ছে পাকিস্তানের, কি ‘খেলা’ শুরু করলো BLA ? জেনে নিন