Bangla News Dunia, Pallab : পহেলগাঁওয়ের ঘটনার পর এই প্রথম জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার (Jammu and Kashmir CM Omar Abdullah) সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। শনিবার বিকেলে দিল্লিতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে বৈঠকটি হয়। প্রায় ৩০ মিনিট ধরে বৈঠকটি চলে।
আরও পড়ুন : পাকিস্তানের উপর ‘ডিজিটাল স্ট্রাইক’ জারি রেখেছে ভারত !
এই বৈঠকে মোদি ও ওমরের মধ্যে ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে সূত্রের খবর, পহেলগাঁওয়ের জঙ্গি হামলার (Pahalgam attack) পর জম্মু-কাশ্মীরের বর্তমান পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়াও বিগত কয়েকদিন ধরেই নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গুলিবর্ষণ করছে পাকিস্তান। কোন উপায়ে তা প্রত্যাঘাত করা হবে, সেই নিয়েও দুজনের মধ্যে কথা হয়েছে বলে খবর।
গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে বৈসরন উপত্যকায় জঙ্গিহানায় মৃত্যু হয় ২৭ জনের। সেই ঘটনার নিন্দায় সম্প্রতি জম্মু ও কাশ্মীর বিধানসভায় এক দিনের বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল। সেখানে বক্তৃতা দেওয়ার সময় ওমর বলেন, ‘পর্যটকদের নিরাপদে ফিরিয়ে দেওয়া আমার কর্তব্য ছিল। কিন্তু সেটা করতে পারিনি। ক্ষমা চাওয়ার ভাষাও নেই আমার।’ সেই সঙ্গে পহেলগাঁও হামলাকে হাতিয়ার করে কাশ্মীরের পূর্ণরাজ্যের মর্যাদা চাইবেন না বলে জানিয়ে দেন তিনি।
আরও পড়ুন : ওষুধ ছাড়াই অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে চান? জেনে নিন ঘরোয়া উপায়