Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পহেলগাঁওয়ে জঙ্গিদের হাড়হিম করা হত্যাকাণ্ড দেখে শিউরে উঠেছে গোটা দেশ । বিশেষ করে ধর্মপরিচয় জেনে যেভাবে হিন্দু পর্যটকদের বেছে বেছে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে, তাতে শিহরিত ভারত-সহ গোটা বিশ্ব । বর্বরোচিত এই জঙ্গি হামলা নাড়িয়ে দিয়েছে বাংলার এক প্রতিবাদী শিক্ষককেও ।
তিনি উত্তর 24 পরগনার বাদুড়িয়ার শিক্ষক সাবির হোসেন । জঙ্গি হামলার নিন্দা করে তিনি ধর্মত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন । শিক্ষক সাবির নিজেই সে কথা জানিয়েছেন সমাজমাধ্যমে । তবে এখনও আইনি রাস্তায় না হাঁটলেও অচিরেই তিনি আইনিভাবে ‘ধর্মহীন’ হতে চলেছেন !
এই নিয়ে সমাজমাধ্যমে সাবির বলেছেন, “পহেলগাঁওয়ে ঘটে যাওয়া বর্বরোচিত জঙ্গি হানায় আমি মর্মাহত । এর তীব্র নিন্দা করছি । জঙ্গি হামলার প্রতিবাদেই আমি আমার ধর্ম ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি । সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কাছে আহ্বান করছি, বর্বরোচিত এই জঙ্গি হানার বিরুদ্ধে এগিয়ে আসুন আপনারাও ।” হামলার ঘটনার সঙ্গে জড়িতদের চরম শাস্তির দাবিতেও সরব হয়েছেন তিনি ।
বসিরহাটের বাদুড়িয়া পুর এলাকার বাসিন্দা সাবির হোসেন । স্বরূপনগর ব্লকের নির্মাণ আদর্শ বিদ্যাপীঠের বিজ্ঞান বিভাগের শিক্ষক তিনি । বৃহস্পতিবার বিকেল থেকে তাঁর একটি ভিডিয়ো বার্তা ভাইরাল হয় সমাজমাধ্যমে । সেই ভিডিয়ো বার্তা প্রকাশ্যে আসার পর থেকেই সকলে জানতে পারেন, পহেলগাঁওয়ের জঙ্গিহানার প্রতিবাদে তিনি ধর্মত্যাগ করছেন । এই বিষয়ে সাবিরের সাফ কথা, “আমরা সবসময় বলি জঙ্গিদের কোনও ধর্ম হয় না । কিন্তু, এক্ষেত্রে জঙ্গিরা ধর্মীয় দৃষ্টিকোণ ব্যবহার করেছে । ধর্মপরিচয় জিজ্ঞাসা করে করে মানুষকে হত্যা করেছে ।”
একই সঙ্গে সাবির আরও বলেন, “আমি কোনও ধর্মকে ছোট করছি না । কাউকে আঘাত করার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই । এটা সম্পূর্ণভাবে আমার ব্যক্তিগত সিদ্ধান্ত । আমি ছোটবেলা থেকে যে পরিবেশে মানুষ হয়েছি, সেখানে বরাবরই বিধর্মীদের প্রতি একটা বিদ্বেষ লক্ষ্য করে এসেছি । আমরা সবসময় বলি জঙ্গিদের কোনও ধর্ম হয় না । কিন্তু, পহেলগাঁওয়ের ক্ষেত্রে জঙ্গিরা ধর্মকেই হাতিয়ার করেছে । আমরা আগেও মুম্বই হামলা থেকে বিভিন্ন জঙ্গি হামলায় একটি বিশেষ ধর্মের মানুষকে যুক্ত থাকতে দেখেছি । আমিও সেই ধর্মের সঙ্গে জড়িত । সত্যি বলতে এতে আমি লজ্জিত বোধ করছি ।”
সাবিরের দাবি, “তিনি যেখানেই যান, সেখানেই বারবার ধর্মের কারণে তাঁকে নানা প্রশ্নের মুখে পড়তে হয় । আমি একজন শিক্ষক । মানুষ গড়ার কারিগর । কিন্তু, যে দায় আমার নয়, তা কেন আমি মাথা পেতে নেব ! সেই আত্মগ্লানি থেকে আমি এই সিদ্ধান্ত নিয়েছি । আগামিদিনে সরকারিভাবে নিজেকে ধর্মহীন ঘোষণা করতে চাই ।”
প্রসঙ্গত, পহেলগাঁওয়ের বর্বরোচিত জঙ্গি হামলার পর থেকে বদলার রব উঠেছে গোটা দেশেই । এই নিয়ে হুঙ্কারও দিতে শোনা গিয়েছে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে । হুঁশিয়ারির সুরে প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেছেন, ‘‘এমন জবাব দেওয়া হবে কল্পনাও করতে পারবে না !’’
ইতিমধ্যে তা শুরুও হয়ে গিয়েছে । জঙ্গিদের মদতপুষ্ট পাকিস্তানকে বেকায়দায় ফেলতে ইতিমধ্যে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি । ওয়াঘা বর্ডার বন্ধ রাখার পাশাপাশি সিন্ধু জলবণ্টন চুক্তিও আপাতত রদ করা হচ্ছে । একই সঙ্গে পাকিস্তানিদের ভিসা দেওয়াও সাময়িকভাবে বন্ধ থাকছে । শুধু তাই নয়, ভারতে থাকা পাকিস্তানিদের দ্রুত দেশ ছাড়তেও নির্দেশ দেওয়া হয়েছে ।
আরও পড়ুন:- সম্পূর্ণ বন্ধ বাণিজ্য! কত কোটির ক্ষতির মুখে প্রতিবেশী দেশ পাকিস্তান ? জেনে নিন