Bangla News Dunia, বাপ্পাদিত্য:- হেলগাঁওয়ে জঙ্গি হামলার পর উপত্যকার নিরাপত্তা নিয়ে একাধিক উচ্চস্তরীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাতে হাজির ছিলেন না জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ৷ ঘটনার 12 দিন পর শনিবার প্রথম মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী ৷
এদিনের এই বৈঠকের ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে ওমরের দল জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স (জেকেএনসি) ৷ দলের তরফে জানানো হয়েছে, “জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন ৷
নয়াদিল্লিতে এই বৈঠকে গত সপ্তাহের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা-সহ একাধিক বিষয়ে আলোচনা হয় ৷” প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফেও এই বৈঠকের ছবি পোস্ট করা হয়েছে ৷ গত 28 এপ্রিল, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ছ’দিন পর জম্মু-কাশ্মীরের বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকা হয় ৷ সেখানে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় নিন্দা প্রস্তাব গৃহীত হয় ৷
বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, “এই মুহূর্তকে কাজে লাগিয়ে আমি রাজ্যের দাবি তুলব না ৷ পহেলগাঁওয়ের ঘটনার পর কোন মুখে জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা দিতে বলব ? এত সস্তা রাজনীতি করব ? 26 জন পর্যটকের মৃত্যুর মূল্য এত কম ? অতীতে আমরা রাজ্যের মর্যাদার দাবি তুলেছি ৷ আগামিদিনেও করব ৷ কিন্তু এই পরিস্থিতিতে কোনও রাজনৈতিক অথবা ব্যবসায়িক দাবি তুলব না ৷ করব না রাজ্যের দাবিও ৷ একটাই বিষয় চাই, এই ঘটনার কড়া নিন্দা হোক ৷ নিহত 26 জনের পরিবারের প্রতি গভীর সমবেদনা রইল ৷”
এদিকে বৈসরনের এই হামলাকে কেন্দ্র করে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন চলছে ৷ পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করে টানা ন’দিন ধরে নিয়ন্ত্রণরেখায় গুলি চালিয়ে যাচ্ছে ৷ জবাব দিচ্ছে ভারতও ৷ এদিনই আবার পাকিস্তানের থেকে সবরকম আমদানি বন্ধ করেছে কেন্দ্রের বিজেপি সরকার ৷ পাশাপাশি, পাকিস্তান থেকে ডাক মারফত কোনও চিঠি, পার্সেল বিমানে বা স্থলপথে- কোনওভাবেই ভারতে ঢুকবে না বলেও ঘোষণা করেছে যোগাযোগ মন্ত্রক ৷ ভারতের কোনও বন্দরে পাকিস্তানের কোনও জাহাজকে নোঙর করতেও দেওয়া হবে না বলে নির্দেশ দিয়েছে জাহাজ মন্ত্রক ৷ এমনকী ভারতের কোনও জাহাজও পাকিস্তানের বন্দরে ভিড়বে না বলে জানানো হয়েছে ৷
গতকালই উত্তরপ্রদেশের শাহজাহানপুরের গঙ্গা এক্সপ্রেসওয়েতে ভারতীয় যুদ্ধবিমানের মহড়া হয় ৷ ঠিক একদিন বাদে পাকিস্তান দাবি করে, তারা ভূমি থেকে ভূমি 450 কিমি দূরত্বের ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে ৷ এই আবহে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী ওমর ৷
আরও পড়ুন:- পরমাণু বোমা নিয়ে মিথ্যা তথ্য,পাকিস্তানের ঢোল ফেটে গেল। জানতে বিস্তারিত পড়ুন
আরও পড়ুন:- এবার ChatGPT-তেই হবে শপিং! কিভাবে ? জানতে বিস্তারিত পড়ুন