পহেলগাঁও তদন্তে জনসাধারণের কাছে সহযোগিতা চাইল NIA, দেওয়া হল হেল্পলাইন নম্বর

By Bangla News Dunia Dinesh

Published on:

nia

Bangla News Dunia, Pallab : পহেলগাঁও জঙ্গি হামলার (Pahalgam Attack) তদন্তে আরও তথ্য সংগ্রহের জন্য জনসাধারণের কাছে সহযোগিতা চাইল জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) (NIA)। হামলার সঙ্গে সম্পর্কিত যে কোনও তথ্য, ছবি কিংবা ভিডিও যাঁরা পেয়েছেন, এনআইএ-কে জানানোর অনুরোধ জানানো হয়েছে তাঁদের।

আরও পড়ুন : ভারতে অনুপ্রবেশের চেষ্টা, BSF-এর গুলিতে মৃত পাকিস্তানি নাগরিক

বুধবার বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, হামলার ঘটনাস্থল এবং ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন দিক থেকে সংগৃহীত বহু ছবি ও ভিডিও ইতিমধ্যেই তদন্তের আওতায় আনা হয়েছে। তবে কোনও প্রমাণ বা সূত্র যেন বাদ না পড়ে। সেক্ষেত্রে মোবাইল নম্বর ৯৬৫৪৯৫৮৮১৬ বা ল্যান্ডলাইন ০১১-২৪৩৬৮৮০০-এ ফোন করার জন্য বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এনআইএ-র মতে, হামলার সময় বা তার আগেও অনেক পর্যটক ও স্থানীয় বাসিন্দা এমন কিছু দেখেছেন বা শুনেছেন, যা হয়তো অজান্তেই তদন্তের জন্য গুরুত্বপূর্ণ সূত্র হতে পারে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছবি ও ভিডিও শেয়ার করেছেন। সেগুলির পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের ব্যক্তিগত ফোনেও যদি কোনও ছবি থাকে, তা তদন্তে সহায়ক হতে পারে। হামলার পর থেকেই পহেলগাঁওয়ে রয়েছে এনআইএ-র বিশেষ তদন্তকারী দল। ঘটনাস্থল ঘুরে প্রমাণ সংগ্রহের পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদও চলছে।

আরো পড়ুন : তীব্র তাপপ্রবাহ, পারদ চড়বে ৪০ ডিগ্রিতে, কোন কোন জেলায় হলুদ সতর্কতা ? জানুন

আরো পড়ুন : মাধ্যমিক পরীক্ষা ২০২৬ দিনক্ষণ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ, জেনে নিন পরীক্ষার দিনক্ষণ

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন