Bangla News Dunia, দীনেশ :- জম্মু-কাশ্মীরে সম্ভাব্য জঙ্গি হামলার আগাম খবর গোয়েন্দা সূত্র মারফত ৩ দিন আগেই পেয়েছিলেন মোদি। যেই কারণে তিনি নিজের কাশ্মীর সফর বাতিল করে দেন! এমন বিস্ফোরক অভিযোগটি করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। খাড়গের দাবি, ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটার ৩ দিন আগেই গোয়েন্দা সূত্র মারফত এই খবর প্রধানমন্ত্রীর কাছে পৌঁছায়।
আরও পড়ুন:- এবার ট্রেনে যে কোনও সমস্যার সমাধান মিলবে হোয়াটসঅ্যাপে, জানুন কবে থেকে মিলবে সুবিধা?
এই প্রসঙ্গে খাড়গে বলেন, ‘একটি গোয়েন্দা ব্যর্থতা যে রয়েছে,সরকার সেটি নিজেই মেনে নিয়েছে। যদি তাঁরা এটি আগে থেকেই জানত, তবে তারা কেন কিছু করেনি? আমি জানতে পেয়েছি যে, হামলার তিন দিন আগেই প্রধানমন্ত্রী মোদির কাছে একটি গোয়েন্দা প্রতিবেদন পাঠানো হয়েছিল এবং তারপরেই তিনি তাঁর কাশ্মীর সফরের কর্মসূচি বাতিল করেছেন। আমি এটি একটি সংবাদপত্রেও পড়েছি।’
আরও পড়ুন:- সন্তানদের আমেরিকা বর্ডারে ছেড়ে চলে যাচ্ছে ভারতীয় বাবা-মা, কারণ জেনে নিন
সূত্রের খবর, ২৪ এপ্রিল এক রুদ্ধদ্বার সর্বদলীয় বৈঠকে কেন্দ্রীয় সরকার পহেলগাম সন্ত্রাসী হামলার সময় নিরাপত্তা ত্রুটির কথা স্বীকার করেছিল। বিরোধী নেতাদের প্রশ্নের জবাবে সরকার এও জানিয়েছিল যে, অনন্তনাগ জেলার পহেলগামের কাছে বৈসরান এলাকা পর্যটকদের জন্য খুলে দেওয়ার আগে স্থানীয় কর্তৃপক্ষ নিরাপত্তা সংস্থাগুলিকে অবহিত করেনি। প্রসঙ্গত, গত মাসের ১৯ এপ্রিল প্রধানমন্ত্রীর কাশ্মীর সফরের কথা ছিল। কিন্তু কর্মকর্তাদের দাবি, প্রতিকূল আবহাওয়ার জন্যই সেই সফর বাতিল করা হয়। এই আবহে খাড়গের এই অভিযোগ যে বিতর্কের আগুনে ঘি ঢালল, সে কথা বলাই বাহুল্য।
আরও পড়ুন:- যুদ্ধ কি বেঁধেই যাচ্ছে ? রাজ্যগুলোকে সিভিল ডিফেন্সের মহড়ার নির্দেশ কেন্দ্রের। বিস্তারিত জানুন