Bangla News Dunia, বাপ্পাদিত্য:- চলতি সপ্তাহে ভারতের বাজারে আসবে একাধিক আইপিও। মোট পাঁচটি সংস্থার আইপিও-র সাবস্ক্রিপশন শুরু হবে এ সপ্তাহে। এর মধ্যে দু’টি মেন বোর্ড আইপিও এবং বাকি তিনটি স্মল ও মিডিয়াম এন্টারপ্রাইজ়ের আইপিও। এর পাশাপাশি তিনটি সংস্থার লিস্টিংও হবে এ সপ্তাহে।
Borana Weaves Limited IPO
২০ মে, মঙ্গলবার থেকে সাবস্ক্রিপশন শুরু হবে এই সংস্থার। ২২ মে, বৃহস্পতিবার পর্যন্ত তা চলবে। ৬৭ লক্ষ শেয়ার ফ্রেশ ইস্যুর মাধ্যমে বাজার থেকে ১৪৪ কোটি ৮৯ লক্ষ টাকা তোলার লক্ষ্যমাত্রা রয়েছে এই সংস্থার। এর শেয়ারের প্রাইস ব্যান্ড ২০৫ থেকে ২১৬ টাকা।
Belrise Industries Limited IPO
২১ মে থেকে ২৩ মে পর্যন্ত সাবস্ক্রিপশন চলবে এই সংস্থার আইপিও-র। আইপিও-র মাধ্যমে বাজার থেকে ২ হাজার ১৫০ কোটি টাকা তুলবে এই সংস্থা। মোট ২৩ কোটি ৮৯ লক্ষ শেয়ার ফ্রেশ ইস্যু করা হবে। এই শেয়ারের প্রাইস ব্যান্ড ৮৫ থেকে ৯০ টাকা।
আরও পড়ুন:- ব্যাংক অফ বরোদাতে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন
Victory Electric Vehicles IPO
এই সংস্থার আইপিও-র সাবস্ক্রিপশন শুরু হবে মঙ্গলবার। ৫৬ লক্ষ ৪৭ হাজার শেয়ারের ফ্রেশ ইস্যুর মাধ্যমে বাজার থেকে ৪০ কোটি ৬৬ লক্ষ টাকা তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে এই সংস্থা। এর শেয়ারের দাম ৭২ টাকা।
Dar Credit and Capital IPO
এই আইপিও-র সাবস্ক্রিপশন ২১ থেকে ২৩ মে পর্যন্ত চলবে। ৪২ লক্ষ ৭৬ হাজার শেয়ারের মাধ্যমে ২৫ কোটি ৬৬ লক্ষ টাকা তুলবে এই সংস্থা। এর শেয়ারের প্রাইস ব্যান্ড ৫৭ থেকে ৬০ টাকা।
Unified Data- Tech IPO
২২ মে সাবস্ক্রিপশ শুরু হবে এই সংস্থার। ৫২ লক্ষ ৯২ হাজার শেয়ার অফার অফ সেলের মাধ্যমে ১৪৪ কোটি ৪৭ লক্ষ টাকা তুলবে এই সংস্থা। এই শেয়ারের প্রাইস ব্যান্ড ২৬০ থেকে ২৭৩ টাকা।
এ ছাড়াও এ সপ্তাহে ভার্চুয়াল গ্যালাক্সি ইনফোটেক আইপিও-র ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে লিস্টিং হবে ১৯ মে।
২০ মে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে লিস্টিং হবে ইন্টিগ্রিটি ইনফ্রাবিল্ড ডেভেলপার্সের আইপিও-র।
২১ মে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে লিস্টিং হবে অ্যাক্রিয়েশন ফার্মা আইপিও-র।
(বাংলা নিউস দুনিয়া কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)
আরও পড়ুন:- বুক ধড়ফড় করে চ্যাটজিপিটি-র, হয় উদ্বেগও ! চ্যাটজিপিটি কি ‘মানবসম’ হয়ে উঠছে ? জানুন