পাকা চুলের সমস্যায় জেরবার ? দেখুন মুক্তির ঘরোয়া উপায়

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- পাকা চুলের সমস্যায় জেরবার ? আপনার  প্রচুর চুল ঝরছে বা চুলের সেই ঔজ্জ্বল্য আর নেই ? নাকি আপনার চুল অকালে পেকে যাচ্ছে ? বেশি চিন্তা করে লাভ নেই। এটি একটি খুবই সাধারণ সমস্যা। আপনার চুলকে আরও মজবুত ও উজ্জ্বল করতে ঘরোয়া উপায়গুলি জেনে নিন।

দেখুন এক নজরে ——

১. আপনি হরিতকি ও মেহেদী পাতার সাথে নারকেল তেল দিয়ে ফুটিয়ে ঠাণ্ডা করে আপনার চুলে লাগিয়ে ২ ঘণ্টা পরে ধুয়ে ফেলতে হবে। এতে চুল মজবুত হয়।

how to stop hair fall

২. নারকেল তেল গরম করে আপনার মাথাতে ভালো করে ম্যাসেজ করলে চুলের প্রয়োজনীয় পুষ্টির সঙ্গে চুল সাদা হওয়ার হাত থেকে অনেকটাই রক্ষা পাবে।

৩. আপনার চুলের ধরণ মতো নিয়মিত ভালো ব্রান্ডের শ্যাম্পু ও কন্ডিশনার ম্যাসেজ করুন। কিন্তু চুলের বিভিন্ন ব্রান্ডের ক্রিম, জেল, কালার, শ্যাম্পু, কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন করুন।

৪. আপনি কলা দিয়ে হেয়ার মাস্ক তৈরি করুন। আপনি পাকা কলা ও অলিভ অয়েল ব্যবহার করুন। এরপর আপনি ধীরে ধীরে চুলে মালিশ করুন। তার ঘণ্টাখানেক রাখার পর হালকা গরম জল দিয়ে ধুয়ে নিন।

৫. আপনার চুলে অল্প খুশুকি হলে শুরুতে খুব সাবধান হতে হবে। অতিরিক্ত খুশকির হলে চুল সাদা হয়ে যেতে পারে।

আরো পড়ুন :- ফর্সা হওয়ার দারুণ উপায় ! দেখুন কিছু টোটকা

৬. আপনি ধুমপান দূর করে নিয়মিত জল , ফল,  শাক সবজি ও পুষ্টিকর খাবার খান এতে চুল সাদা হবে না বরং সুন্দর ও ঝরঝরে।

এই সকল বিষয় মেনে চলুন আর ভালো থাকুন।

Highlights

1. পাকা চুলের সমস্যায় জেরবার ?

2. এই সকল বিষয় মেনে চলুন আর ভালো থাকুন

#পাকা চুল #Health

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন