Bangla News Dunia, Pallab : ভারত-পাক যুদ্ধ আবহেই পাকিস্তানকে ১০০ কোটি মার্কিন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল আইএমএফ। সংঘর্ষ বিরতিতে যাওয়ার ৭২ ঘণ্টার মধ্যেই সেই ঋণের টাকা পেয়ে গেল পাকিস্তান। পাক স্টেট ব্যাঙ্ক সমাজমাধ্যমে জানিয়েছে, তারা ওই ঋণের দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে গিয়েছে। পাকিস্তানকে ওই ঋণ দেওয়া হবে কি না, তা নিয়ে একটা সংশয় ছিল। সেক্ষেত্রে ভোটাভুটি হয়েছিল আন্তর্জাতিক অর্থভাণ্ডারে। তবে ওই ভোটাভুটিতে অংশগ্রহণ করেনি ভারত।
আরও পড়ুন : রাজ্যের নতুন পেনশন প্রকল্পে প্রতিমাসে পাবেন ১০০০ টাকা, কিভাবে আবেদন করবেন জেনে নিন
পাকিস্তান আইএমএফের কাছে অতিরিক্ত ঋণের আবেদন জানিয়েছিল। সেই দাবির প্রেক্ষিতে গত ৯ মে ওয়াশিংটনে আলোচনায় বসেছিল আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের ঋণ সংক্রান্ত বোর্ড। ভোটাভুটিতে অংশ না নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছিল ভারত। ভারতের অভিযোগ, অতীতে ঋণের টাকার সদ্ব্যবহারের ক্ষেত্রে ‘খারাপ ট্র্যাক রেকর্ড’ রয়েছে পাকিস্তানের। ঋণের টাকা নিয়ে সীমান্তে সন্ত্রাস ছড়ানোর ক্ষেত্রে পাকিস্তান ব্যবহার করেছে।
ভারতের বিরোধিতা সত্ত্বেও আইএমএফ থেকে অতিরিক্ত ঋণের দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে গেল পাকিস্তান। ভারত-পাকিস্তান যুদ্ধ আবহের মধ্যেই গত ৯ মে পাকিস্তানকে ওই অতিরিক্ত ঋণ বাবদ ১০০ কোটি মার্কিন ডলার মঞ্জুর করেছিল আইএমএফ। ভারতীয় মুদ্রায় প্রায় আট হাজার কোটি টাকা। পাকিস্তানের স্টেট ব্যাঙ্ক জানিয়েছে, আগামী ১৬ মে’র মধ্যে সে দেশের বৈদেশিক মুদ্রা ভাণ্ডারে ওই অর্থ জমা হয়ে হবে।
তবে দ্বিতীয় কিস্তিতে আইএমএফ থেকে কত টাকা তারা পেয়েছে, পাকিস্তান স্টেট ব্যাংকের বিবৃতিতে তার উল্লেখ নেই। ওই অতিরিক্ত ঋণের প্রথম কিস্তির অর্থ তারা কবে পেয়েছে, সেই সংক্রান্ত তথ্যও প্রকাশ করেনি ইসলামাবাদ।