পাকিস্তানকে জলে মারার কৌশল ! নতুন ছকে ভারত

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : সীমান্তে উত্তেজনার আবহে এবার কাশ্মীরের দু’টি জলবিদ্যুৎ প্রকল্প তথা বাঁধের কাজ করাচ্ছে ভারত। এমনই দাবি করা হয়েছে একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার রিপোর্টে। যদিও এবিষয়ে সরকারের তরফে কিছু জানানো হয়নি। আপাতভাবে মনে করা হচ্ছে, বাঁধের জলধারণ ক্ষমতা বৃদ্ধির জন্যই এই পদক্ষেপ। তবে আরেকটি সূত্র দাবি করেছে, সিন্ধুর জল থেকে পাকিস্তানকে ‘বঞ্চিত’ করার লক্ষ্যেই এই পদক্ষেপ করছে নয়াদিল্লি।

আরও পড়ুন : দেদার প্যারাসিটামল খেলে কী বিপদ? বড়সড় রোগ পাকার আগে জানুন

এতদিন সিন্ধু জলবণ্টন চুক্তি কার্যকর থাকায় বাঁধের জলাধার সংস্কারে বাধা ছিল। পাকিস্তানের অনুমতি ছাড়া এই কাজ করা সম্ভব ছিল না। কিন্তু পহলগাম কাণ্ডের পর ১৯৬০ সালে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি বাতিল করেছে ভারত। সেকারণে সালাল ও বাগলিহার প্রকল্পের কাজ সম্পর্কে নরেন্দ্র মোদি সরকার পাকিস্তানকে অবহিত করেনি।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, সিন্ধুর দুই উপনদী চন্দ্রভাগা এবং বিতস্তার উপর নির্মিত সালাল এবং বাগলিহার বাঁধের জলাধার পরিষ্কার শুরু হয় গত বৃহস্পতিবার। পলি অপসারণের জন্য ‘ফ্লাশিং’ প্রক্রিয়া শনিবার পর্যন্ত চলেছে। জম্মু ও কাশ্মীরের আরও বেশ কয়েকটি বাঁধ সংস্কারের পরিকল্পনা রয়েছে ভারতের।

আরও পড়ুন : পিত্তথলির পাথরের লক্ষণ কি কি ? জানুন সঠিক কারণ

আরও পড়ুন : পাকিস্তানের উপর ‘ডিজিটাল স্ট্রাইক’ জারি রেখেছে ভারত !

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন