Bangla News Dunia, Pallab : পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) জবাবে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে ভারত। সিন্ধু জলচুক্তি স্থগিত, ওয়াঘা-অটারি সীমান্ত বন্ধ, পাকিস্তানিদের সার্ক ভিসা বাতিল সহ নয়াদিল্লিতে পাক হাইকমিশনের সামরিক উপদেষ্টাদেরও দেশ ছাড়ার ঘোষণা করা হয়েছিল। আর সেই ঘোষণার পর বুধবার মাঝরাতেই পাকিস্তানের শীর্ষ কূটনীতিক সাদ আহমেদ ওয়ারিচকে (Saad Ahmad Warraich) নয়াদিল্লিতে তলব (Summoned) করা হয়। সেখানেই বিদেশমন্ত্রকের তরফে দ্রুত ভারত ছাড়ার নির্দেশনামা তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে।
আরও পড়ুন : পহেলগাঁও হামলায় কোন 5 কড়া পদক্ষেপ নিলো ভারত ? জানতে বিস্তারিত পড়ুন
বুধবার বৈঠকের পরই বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানিয়েছিলেন, নয়াদিল্লির পাক হাইকমিশনে থাকা সে দেশের প্রতিরক্ষা উপদেষ্টা, নৌ উপদেষ্টা, বায়ু উপদেষ্টাকে ‘অবাঞ্ছিত’ (Persona non grata) ঘোষণা করা হচ্ছে। সূত্রের খবর, এরপর গতকাল মাঝরাতে পাক কূটনীতিককে তলব করে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই ঘোষণার সরকারি নির্দেশনামা তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী এক সপ্তাহের মধ্যে সামরিক উপদেষ্টাদের ভারত ছাড়তে বলা হয়েছে। পাশাপাশি ইসলামবাদেও ভারতীয় হাইকমিশন থেকে প্রতিরক্ষা সংক্রান্ত আধিকারিকদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
প্রসঙ্গত, বুধবার মোদির বাসভবনে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠক চলে প্রায় আড়াই ঘণ্টা ধরে। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানিয়ে দেন, পাকিস্তান সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না করা পর্যন্ত স্থগিত করা হল সিন্ধু জলচুক্তি। অবিলম্বে বন্ধ করে দেওয়া হয়েছে ওয়াঘা-অটারি সীমান্ত। ওই সীমান্ত দিয়ে যারা ভারতে প্রবেশ করেছেন তাঁদের আগামী ১ মে-এর মধ্যে ভারত ছাড়তে হবে। বাতিল করা হয়েছে পাকিস্তানের নাগরিকদের সার্ক ভিসা। আগে যে ভিসাগুলি দেওয়া হয়েছিল, সেগুলিও বাতিল করে দেওয়া হয়েছে। ফলে ওই ভিসার মাধ্যমে ভারতে থাকা পাক নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে হবে। এছাড়াও নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনে নিযুক্ত সমস্ত সামরিক উপদেষ্টাদের সরিয়ে নেওয়া হবে। এক সপ্তাহের মধ্যে তাঁদের ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতে থাকা হাইকমিশনের আধিকারিক সংখ্যাও আগামী ১ মে থেকে ৫৫ থেকে ৩০-এ নামিয়ে আনতে বলা হয়েছে। এই আবহেই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই পাক কূটনীতিক সাদ আহমেদ ওয়ারিচকে ডেকে দিয়ে দেওয়া হল ভারত ছাড়ার নির্দেশনামা।