Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পহেলগাঁও হামলার বদলা কি শীঘ্রই নিতে চলেছে ভারত? পাকিস্তানের উপর একের পর এক পদক্ষেপ করেছে নয়া দিল্লি। পাকিস্তানি বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে ভারত। এই আবহে এবার পশ্চিম সীমান্তে গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম বিঘ্নিত করতে জ্যামিং সিস্টেম লাগাল নয়াদিল্লি। পাকিস্তানি সেনা বিমানের ব্যবহার করা গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম ব্যাহত করতেই এই পদক্ষেপ বলে জানা যাচ্ছে।
সূত্রের খবর, জিপিএস (আমেরিকা), গ্লোনাস (রাশিয়া), বেইদু (চিন)-এর মতো বিভিন্ন নেভিগেশন প্ল্যাটফর্ম ব্যবহার করে পাকিস্তানি সেনা বিমান। ওই সব নেভিগেশন সিস্টেমে হস্তক্ষেপ করতে সক্ষম ভারতীয় জ্যামিং সিস্টেম।
আরও পড়ুন:- হার্ট অ্যাটাকের আগে ৭টি সংকেত দেয় আমাদের শরীর, বুঝতে পারলে জীবন বাঁচবে
বুধবার রাতেই পাক বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে ভারত। পাক সংস্থার কোনও বিমান এখন থেকে আর ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। ভারতের বিরুদ্ধেও একই পদক্ষেপ করেছে পাকিস্তান। এই প্রেক্ষাপটে জ্যামার সিস্টেম লাগাল ভারত।
কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। বদলার রব উঠেছে সর্বত্র। সেনাকে পূর্ণ স্বাধীনতা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কখন, কোথায়, কীভাবে প্রত্যাঘাত করা হবে, তা ঠিক করবে সেনাবাহিনী। কাশ্মীরে জঙ্গি দমন অভিযান শুরু হয়েছে। বেশ কয়েক জন জঙ্গির বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে। ভারত-পাক সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে গোলাগুলির খবর পাওয়া গিয়েছে। জঙ্গি হামলার পাল্টা পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ করেছে ভারত সরকার। পাকিস্তানিদের ভিসা বাতিল করা হয়েছে। সিন্ধু জল চুক্তি স্থগিত করা হয়েছে। কঠোরতম পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। বলেছেন, কল্পনাতীত শাস্তি দেওয়া হবে।
আরও পড়ুন:- সেদ্ধ না অমলেট, কোন ডিমে বেশি উপকার? জেনে রাখুন
আরও পড়ুন:- ১ মে থেকে মোবাইলের দাম কমছে অনেকটা। দেখে নিন বাজেটের মধ্যে সেরা মোবাইলের তালিকা