পাকিস্তানের বন্ধু চিনকে উচিত শিক্ষা দিল ভারত !

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : ভারত ও পাকিস্তানের (India-Pakistan Tension) মধ্যে টানাপোড়েনের আবহে পাকিস্তানের হয়ে মিথ্যে প্রচারের অভিযোগ। চিনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম ‘গ্লোবাল টাইমস’ এবং সংবাদসংস্থা ‘শিনহুয়া’র এক্স হ্যান্ডল নিষিদ্ধ করল ভারত (India Blocks X Accounts of China’s State Media)। শুধু তাই নয়, তুরস্কের ব্রডকাস্টার টিআরটি ওয়ার্ল্ড-এর এক্স হ্যান্ডল নিয়েও একই পদক্ষেপ করেছে ভারত।

আরও পড়ুন : আপনার শত্রুকে উচিত শিক্ষা দিতে চান, তবে চাণক্যের এই ৪ উপায় অনুসরণ করুন

এর আগেও ‘গ্লোবাল টাইমস’কে সতর্ক করে চিনের ভারতীয় দূতাবাস বলেছিল, পাকিস্তানের ভূখণ্ডে ভারতের বিমান হামলা সংক্রান্ত বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনও তথ্য প্রকাশ করার আগে তা যেন যাচাই করে নেওয়া হয়। এক্স হ্যান্ডলের পোস্টে চিনের ভারতীয় দূতাবাসের তরফে লেখা হয়েছিল, জনগণকে বিভ্রান্ত করতে বেশকিছু পাকিস্তানপন্থী এক্স হ্যান্ডল থেকে কিছু ভিত্তিহীন দাবি করা হচ্ছে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে। সেই সব তথ্য যাচাই না করে কোনও সংবাদমাধ্যম প্রকাশ করলে তা সাংবাদিকতার নীতির বিরোধী।

সরকারি সূত্রে জানানো হয়, ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)-এর সময় বাহাওয়ালপুরে ভারতের রাফাল যুদ্ধবিমানকে গুলি করে নামিয়ে দেওয়ার দাবি করেছিল বিভিন্ন পাকিস্তানি সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট। কিন্তু ভারতের ‘প্রেস ইনফর্মেশন ব্যুরো’ (পিআইবি) জানায়, যে ছবিগুলি পোস্ট করে ওই সব দাবি করা হচ্ছে, সেগুলি ২০২১ সালের। পঞ্জাবের মোগা জেলায় একটি মিগ-২১ যুদ্ধবিমান ভেঙে পড়ার ছবি।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন