Bangla News Dunia, Pallab : ভারতের অপারেশন সিঁদুরে (Operation Sindoor) মেঘ দেখলো পাকিস্তান (Ind Pak).পেহলেগাঁও জঙ্গি হামলার বদলা নিল ভারত। ইন্ডিয়ান আর্মির অপারেশন সিঁদুর (Opretion Sindoor) কার্যত তছনছ করে দিল পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুলিকে। খুঁজে খুঁজে জঙ্গিদের মারল ইন্ডিয়ান আর্মি (Indian Army). কথা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi).
আরো পড়ুন : মাধ্যমিক পরীক্ষা ২০২৬ দিনক্ষণ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ, জেনে নিন পরীক্ষার দিনক্ষণ
Indian Army’s Operation Sindoor Against Pakistan
দিন কয়েক আগের কথা। কাশ্মীরের পেহেলগাঁও -তে নৃশংস জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন নিরীহ ভারতীয়। বেছে বেছে হিন্দুদের চিহ্নিত করে মারা হয়েছিল। ঘটনার পর থেকেই কার্যত ফুঁসে ছিল ভারত। সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নিয়ে উঠছিল প্রশ্ন।
তবে সর্বসমক্ষে এসে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হুঁশিয়ারি দিয়েছিলেন এই ঘটনার বদলা ভারত নেবেই। যেভাবেই হোক না কেন পাকিস্তানকে উচিত শিক্ষা দেবে ভারত। আর সেই শিক্ষা দেওয়া হলো মধ্যরাতে। ভারতীয় সেনা বাহিনী আরো একবার বুঝিয়ে দিল, ভারত কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয়।
সর্বদলীয় বৈঠকের পর সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। ধীরে ধীরে গড়ে তোলা হয় অপারেশন সিঁদুর। মধ্যরাতে পাকিস্তানে আঘাত হানে ভারত। ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় এখনো পর্যন্ত ১০০ জনেরও বেশি জঙ্গির মৃত্যুর খবর সামনে আসছে। অনেকে হাসপাতালে ভর্তি। তবে নিজের জাত চিনিয়ে দিয়েছে ভারতীয় সেনা। ভারতবাসীর ওপর আঘাত এলে চুপ করে বসে থাকবে না তাঁরা। উচিত জবাব দিতে পিছপা হবে না।