Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পাকিস্তানের ছোড়া বোমায় প্রাণ গেল রাজৌরির অতিরিক্ত ডেপুটি কমিশনার রাজ কুমার থাপা-সহ 5 জনের ৷ শনিবার ভোরে জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে এই ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, এদিন ভোরে রাজৌরির অতিরিক্ত ডেপুটি কমিশনারের বাড়িতে পাকিস্তানের দিক থেকে আসা বোমা গিয়ে পড়ে । তাতেই তিনি গুরুতর আহত হন। দ্রুত সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও অতিরিক্ত ডেপুটি কমিশনারকে বাঁচানো যায়নি।
রাজ কুমার থাপার মৃত্যুর পাশাপাশি আরও দুই শিশু ও এক মহিলা-সহ ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন । পাশাপাশি আহত হয়েছেন আরও বেশ কয়েকজন ৷ তাঁদের জখম অবস্থায় দ্রুত সরকারি মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত ডেপুটি কমিশনার-সহ 5 জনের মৃত্যু হয় ৷ বর্তমানে পুলিশকর্মীদের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজৌরির পাশাপাশি জম্মুর আরএস পুরায় ভারত-পাক নিয়ন্ত্রণরেখা বরাবর পাক সেনা গুলিতে বাকি তিনজনের মৃত্যু হয়েছে ৷
পাক হামলায় ক্ষয়ক্ষতি (পিটিআই)
জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা 5 জনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ৷ তিনি এক্স হ্যান্ডেলের একটি পোস্টে লিখেছেন, “রাজৌরি থেকে মর্মান্তিক খবর পেলাম। জম্মু-কাশ্মীরের প্রশাসনিক বিভাগের এক কর্মঠ অফিসারকে আমরা হারিয়েছি। গতকালই তিনি উপমুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন, আমার সঙ্গে অনলাইন বৈঠকেও করেছিলেন। আজ ওই অফিসারের বাড়িতে পাকিস্তানের বোমা পড়েছে। এরপরই তাঁর মৃত্যু হয় ৷ আমি স্তম্ভিত, শোকপ্রকাশের ভাষা নেই। ওঁর আত্মার শান্তি কামনা করছি।”
আরও পড়ুন:- পাকিস্তানের এই দুঃসময়ে হাত ছাড়ল ‘পরম বন্ধু’, জানতে বিস্তারিত পড়ুন
গত 22 এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গিহানায় পর্যটক-সহ 26 জনের মৃত্যু হয়েছে ৷ তারপরই গত 6 মে ভারতীয় সেনা অপারেশন সিঁদুর নামের সামরিক অভিযানে পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের 9টি জায়গায় হামলা চালায় ৷ একের পর এক জঙ্গিঘাঁটি ধ্বংস করে। অপারেশন সিঁদুরের পর 4দিন ধরে পাল্টা পাকিস্তান ভারতের একাধিক জায়গায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ছে ৷ যদিও এর প্রতিটাই বানচাল করছে ভারত ৷
পাক হামলায় ক্ষয়ক্ষতি (পিটিআই)
উল্লেখ্য, শুক্রবার রাতে পঞ্জাবের অমৃতসর, পাঠানকোট, ফিরোজপুর, হোশিয়ারপুর, গুরুদাসপুর ও তারন তারান এলাকায় ড্রোন হামলায় একই পরিবারের তিনজন আহত হয়েছেন ৷ যাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। আর আজ পাক হামলায় রাজৌরির অতিরিক্ত ডেপুটি কমিশনার-সহ পাঁচজনের মৃত্যু হল ৷
আরও পড়ুন:- দেশের সবচেয়ে শক্তিশালী ও বিপজ্জনক কমান্ডো কারা ? জেনে নিন